Chhath Puja 2021: ছট পুজোর বিশেষ উপাদান লাউ বিতরণ করলেন তৃণমূল কর্মীরা

ছট পুজোয় (Chhath Puja) বিভিন্ন সামগ্রীর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ সবজি লাউ। লাউ ভাত খেয়ে শুরু হয় ছট পুজো। বাজারে এমনিতেই সবজির দাম চড়া। ছট পুজোয় লাউয়ের (gourd) চাহিদা তুঙ্গে থাকায়, দামও বেশ চড়া। তাই ছট পুজোর ব্রতীদের কথা মাথায় রেখে লাউ বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়। সোমবার সকাল থেকেই তৃণমূল (TMC) কংগ্রেস নেতা তথা পুরুলিয়ার (Purulia) আড়রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুফান রায়ের উদ্যোগে লাউ বিতরণ করা হয়। ছট পুজোর বিশেষ গুরুত্বপূর্ণ সবজি পেয়ে খুশি সকলেই। লাউ হাতে নিয়ে ছট পুজোর ব্রতীরা জানান, বর্তমান বাজারে সবজির দাম অগ্নিমূল্য। দাম যাইহোক ছট পুজোয় লাউ কিনতেই হবে। তবে পঞ্চায়েতের উপপ্রধান তুফান রায় বিনামূল্যে লাউ দেওয়ায় খুব উপকার হল। তুফান রায় জানান, 'প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ সবজির দাম বেড়েই চলেছে। ছট পুজোয় লাউ খুব জরুরি সবজি। আজকে লাউয়ের দাম বেশ চড়া, তাই এলাকার গরিব মানুষদের কথা ভেবে লাউ তুলে দিলাম তাদের হাতে। এলাকার প্রতিটি পরিবার যাতে আনন্দে ছট পুজো সম্পন্ন করতে পারেন। তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।'

Share this Video

ছট পুজোয় (Chhath Puja) বিভিন্ন সামগ্রীর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ সবজি লাউ। লাউ ভাত খেয়ে শুরু হয় ছট পুজো। বাজারে এমনিতেই সবজির দাম চড়া। ছট পুজোয় লাউয়ের (gourd) চাহিদা তুঙ্গে থাকায়, দামও বেশ চড়া। তাই ছট পুজোর ব্রতীদের কথা মাথায় রেখে লাউ বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়। সোমবার সকাল থেকেই তৃণমূল (TMC) কংগ্রেস নেতা তথা পুরুলিয়ার (Purulia) আড়রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুফান রায়ের উদ্যোগে লাউ বিতরণ করা হয়। ছট পুজোর বিশেষ গুরুত্বপূর্ণ সবজি পেয়ে খুশি সকলেই। লাউ হাতে নিয়ে ছট পুজোর ব্রতীরা জানান, বর্তমান বাজারে সবজির দাম অগ্নিমূল্য। দাম যাইহোক ছট পুজোয় লাউ কিনতেই হবে। তবে পঞ্চায়েতের উপপ্রধান তুফান রায় বিনামূল্যে লাউ দেওয়ায় খুব উপকার হল। তুফান রায় জানান, 'প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ সবজির দাম বেড়েই চলেছে। ছট পুজোয় লাউ খুব জরুরি সবজি। আজকে লাউয়ের দাম বেশ চড়া, তাই এলাকার গরিব মানুষদের কথা ভেবে লাউ তুলে দিলাম তাদের হাতে। এলাকার প্রতিটি পরিবার যাতে আনন্দে ছট পুজো সম্পন্ন করতে পারেন। তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।'

Related Video