ভরসা এবার ভগবান, নাগরিকত্ব আইন আটকাতে তৃণমূলের মহাযজ্ঞ, দেখুন ভিডিও

  • কামারহাটিতে তৃণমূল কাউন্সিলরের উদ্যোগ
  • এনআরসি, নাগরিকত্ব আইন আটকাতে মহাযজ্ঞ
  • যজ্ঞে সামিল তৃণমূল নেতা, কর্মীরা
  • নাটক বলে কটাক্ষ বিজেপি-র 
/ Updated: Dec 21 2019, 06:58 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাস্তায় নেমে বিক্ষোভ, প্রতিবাদ তো আছেই। এবার নতুন নাগরিকত্ব আইন আটকাতে যজ্ঞের আয়োজন করলেন তৃণমূল কাউন্সিলর। কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা এ দিন এই উদ্যোগ নিয়েছিলেন। দেশের কোথাও যাতে এনআরসি বা নতুন পাশ হওয়া নাগরিকত্ব আইন পাশ করা না হয়, তা নিশ্চিত করতেই এই মহাজ্ঞের আয়োজন করা হয়েছিল।

তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থকরা এই যজ্ঞে অংশগ্রহণ করেন। তাঁদের গলায় ছিল এনআরসি এবং নাগরিকত্ব আইন বিরোধী স্লোগান লেখা ব্যানার- পোস্টার। এ দিন মূলত মা দুর্গাকে উদ্দেশে করে যজ্ঞ এবং পুজোর আয়োজন করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য কটাক্ষ করে বলেন, প্রচারে থাকতেই এসব নাটক করছে শাসক দল।