লোকসভা নির্বাচনে বেশি আসন পেয়েও বিজেপি উত্তরবঙ্গের জন্য কিছু করেনি, কর্মিসভায় ক্ষোভ মমতার


উত্তরবঙ্গ সফরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কর্মিসভা করেন। সেখানেই তাঁর আক্রামণের মূল লক্ষ্যই ছিল বিজেপি। মমতা বলেন, তাঁর লোকসভা নির্বাচনে এই এলাকার মানুষ প্রচুর আসন বিজেপিকে দিয়েছে। তাতে তিনি রীতিমত দুঃখ পেয়েছেন।

/ Updated: Jun 07 2022, 05:31 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উত্তরবঙ্গ সফরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কর্মিসভা করেন। সেখানেই তাঁর আক্রামণের মূল লক্ষ্যই ছিল বিজেপি। মমতা বলেন, তাঁর লোকসভা নির্বাচনে এই এলাকার মানুষ প্রচুর আসন বিজেপিকে দিয়েছে। তাতে তিনি রীতিমত দুঃখ পেয়েছেন।  তারপরই তিনি বলেন যাঁর যাকে ইচ্ছে ভোট দেবেন। কিন্তু বিজেপি প্রচুর আসন পেয়েই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কোনও কাজ করেনি। তিনি বলেন উল্টে বাংলাকে ভাগ করতে চেয়েছে বিজেপি। কিন্তু বিজেপি বাংলাকে ভাগ করতে পারবে না। তিনি সামনে দাঁড়িয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তিনি প্রথম থেকেই কাজ করছে। উত্তরকন্যা তৈরি করেছেন স্থানীয় বাসিন্দাদের কথা মনে করে। তিনি আরও বলেন উত্তরবঙ্গে এলাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের শাসনকালে। কিন্তু আগের সরকার অর্থাৎ বাম সরকার এই উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কোনও কাজ করেনি বলেও অভিযোগ। আগে এই এলাকাকে কোনও মানুষ চিনত না। এখন উত্তরবঙ্গকে অনেকেই চেনেন। আর প্রচুর মানুষ ভ্রমণের জন্য আসেন। মমতার কথায় আগে পর্যটন বেশ কিছু এলাকাতেই সীমাবদ্ধ ছিল- কিন্তু এখন তার ব্যপকতা অনেক বেড়েছে।