দুর্ঘটনায় দাদু ও নাতনির মৃত্যু, ফুটব্রিজের দাবিতে দমদমে রেল অবরোধ, দেখুন ভিডিও

 
  • দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝে দুর্ঘটনা
  • লোকাল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দাদু ও নাতনির
  • প্রতিবাদে ট্রেন অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
  • শিয়ালদহ-কৃ্ষ্ণনগর মেন লাইনে ব্যাহত পরিষেবা

Share this Video


রেললাইনের উপর ফুটব্রিজের দাবি দীর্ঘদিনের। মঙ্গলবার সকালে ফের দুর্ঘটনা ঘটল দমদম স্টেশন লাগোয়া সিসিআর ব্রিজের কাছে। লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দাদু ও নাতনির। দমদম ও বেলঘড়িয়া স্টেশনে মাঝে দীর্ঘক্ষণ চলল অবরোধ। অবরোধের জেরে অফিস টাইমে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় শিয়ালদহ-কৃষ্ণনগর মেনলাইন। চরম দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীরা। এমনকী, অবরোধের প্রতিবাদ করায় ট্রেনে ওঠে যাত্রীদের মারধরও করা হয় বলে অভিযোগ। রেল আধিকারিকদের আশ্বাসের ঘণ্টা তিনেক পর ওঠে অবরোধ। 

Related Video