Indian railway: ঘূর্ণিঝড় নিয়ে তৎপর রেল, শিকলে বাঁধা হল ট্রেন
শিকল দিয়ে বাঁধা ট্রেনের চাকা। রেলের সুরক্ষা বিধি মেনে ঝড়ের আগে সর্তকতা ব্যবস্থা বলে জানালেন রেলের সিপিআরও। ওড়িশা অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জওয়াদ।যার প্রভাব এরাজ্যে পড়ার সম্ভাবনা রয়েছে।
ওড়িশা অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জওয়াদ। যার প্রভাব এরাজ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিলো দক্ষিণ পূর্ব রেল। শালিমার রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা ট্রেনের চাকায় বাঁধা হল চেন তালা। ঝোড়ো হাওয়ায় ট্রেন গড়িয়ে গিয়ে যাতে দুর্ঘটনা না ঘটে সেই কথা ভেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও বহু ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিরজ কুমার জানান, ঘূর্ণিঝড়-এর জেরে প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ যাওয়া আসার বহু ট্রেন বাতিল করা হয়েছে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে। সূত্রের খবর, আগামী ৩ ও ৪ ডিসেম্বর রেলের কয়েকটি ডিভিশনের আপের ২৭টি ও ডাউনের ২২টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। যে সমস্ত যাত্রীরা আগে থেকে রিজার্ভেশন করেছেন তাদের কাছে মোবাইলে ম্যাসেজ যাবে, তারা টিকিট বাতিল করে টাকা ফেরত নিতে পারবেন।