গ্যাস চেম্বার পরিষ্কার করতে নেমে আর ফেরেননি তারা, পরে উদ্ধার হয় দু'জনের নিথর দেহ

  • মর্মান্তিক ঘটনা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে 
  • কেন্দ্রীয় ইস্পাত সংস্থা আইএসপি -র কারখানায় গ্যাস লিক করে মৃত ২
  • চেম্বার থেকে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়
  • সেখানে তাঁদেরকে মৃত বলে ঘোষণা করে

Share this Video

মর্মান্তিক ঘটনা পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। কেন্দ্রীয় ইস্পাত সংস্থা আইএসপি -র কারখানায় গ্যাস লিক করে মৃত ২। বুধবার দুপুরে সেখানে গ্যাস চেম্বার পরিষ্কারের কাজ চলছিল। ৫ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। প্রথম জন চেম্বারে নামার পর আর ফিরে আসেননি। তখন দ্বিতীয় জনকে চেম্বারে নামানো হয়। তিনিও ফিরে না এলে তৃতীয় জনকে নামানো হয়। তিনি নেমেই বুঝতে পারেন যে গ্যাস লিক করছে। তড়িঘড়ি ফিরে এসে খবর দিলে উদ্ধারকারী দল নামানো হয়। চেম্বার থেকে দু'জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদেরকে মৃত বলে ঘোষণা করে।

Related Video