আটটি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটলেন গ্রামবাসীরা, চাঁচলের বিখ্যাত কালী দৌড়

চাঁচলের বিখ্যাত কালী দৌড়। ৩৫০ বছর আগের প্রথা আজও চলছে। মালহের চাঁচলের মালতীপুরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। আটটি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটলেন গ্রামবাসীরা। দেখলেই মনে হবে স্বয়ং মা কালী দৌড়চ্ছেন। গায়ে কাটা দেওয়া দৃশ্য। চাঁচলের তৎকালীন রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী চালু করেছিলেন এই কালী দৌড় প্রতিযোগিতা। মালতীপুর এলাকায় তখন একটি মাত্র পুকুর ছিল। সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জনের জন্যই এই কালী দৌড় শুরু হয়েছিল। এই কালী দৌড়ে যে প্রতিমা প্রথম হয়, সেই প্রতিমাই প্রথমে বিসর্জন হয়। এই ভাবে ৩৫০ বছরের রীতি আজও বিদ্যমান। এই কালী দৌড় ঘিরে উদ্দীপনা ছিল তুঙ্গে। 

Share this Video

চাঁচলের বিখ্যাত কালী দৌড়। ৩৫০ বছর আগের প্রথা আজও চলছে। মালহের চাঁচলের মালতীপুরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। আটটি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটলেন গ্রামবাসীরা। দেখলেই মনে হবে স্বয়ং মা কালী দৌড়চ্ছেন। গায়ে কাটা দেওয়া দৃশ্য। চাঁচলের তৎকালীন রাজা শরৎচন্দ্র রায় চৌধুরী চালু করেছিলেন এই কালী দৌড় প্রতিযোগিতা। মালতীপুর এলাকায় তখন একটি মাত্র পুকুর ছিল। সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জনের জন্যই এই কালী দৌড় শুরু হয়েছিল। এই কালী দৌড়ে যে প্রতিমা প্রথম হয়, সেই প্রতিমাই প্রথমে বিসর্জন হয়। এই ভাবে ৩৫০ বছরের রীতি আজও বিদ্যমান। এই কালী দৌড় ঘিরে উদ্দীপনা ছিল তুঙ্গে। 

Related Video