গাছের মাথা থেকে চিতাবাঘ উদ্ধার, রূদ্ধশ্বাস ভিডিও এল সামনে

গাছের মাথা থেকে চিতাবাঘ উদ্ধার। চিতাবাঘ উদ্ধারের রূদ্ধশ্বাস ভিডিও ক্যামেরাবন্দি। শুক্রবার সকাল ধূপগুড়িতে ঘটে এই ঘটনা। চিতাবাঘ দেখে সেখানে আতঙ্ক ছড়ায়। বাঘটিকে উদ্ধার করতে পৌঁছয় বন দফতরের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
 

Share this Video

গাছের মাথায় বসে রয়েছে এক চিতাবাঘ। সেই চিতাবাঘকেই উদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হল বন দফতরের কর্মীদের। চিতাবাঘ উদ্ধারের রূদ্ধশ্বাস ভিডিও ক্যামেরাবন্দি। শুক্রবার সকাল ধূপগুড়িতে ঘটে এই ঘটনা। চিতাবাঘ দেখে সেখানে আতঙ্ক ছড়ায়। বাঘ দেখতে তবে ভিড় জমান সেখানে অনেকেই। খবর পেয়ে বাঘটিকে উদ্ধার করতে সেখানে পৌঁছয় বন দফতরের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এছাড়াও সেখানে পৌঁছয় দমকল কর্মীরা। পরে ঘুমপাড়ানি গুলিতেই কাবু হয় বাঘটি। প্রসঙ্গত, কিছুদিন আগে এই একই ঘটনা ঘটেছিল নকশালবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্তে। গাছের মগডালে চিতাবাঘ দেখে সেখানে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। নকশালবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্ত ঘুঘু ঝরা এলাকায় গাছের মগডালে চিতাবাঘ বসে রয়েছে এই খবর চাউর হতেই উৎসাহিত হয়ে স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি বন দফতরের ও এলিফ্যান্ট স্কট এর কর্মীরা। বাঘটি সেখানে আটকে গিয়েছিল বলে জানা গিয়েছিল জানা গিয়েছে গাছ কেটে বাঘটিকে উদ্ধার করে বনকর্মীরা। তবে এবার ধূপগুড়িতে বাঘটি নিজেই সেখানে উঠে বসে ছিল বলে জানা গিয়েছে।

Related Video