সরস্বতী পুজোকে কেন্দ্র করে লালবাবা কলেজে ধুন্ধুমার, একে অপরের চুলের মুঠি ধরে মার, ভিডিও ভাইরাল

সরস্বতী পুজোকে কেন্দ্র করে কলেজে পড়ুয়াদের হাতাহাতি। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। কলেজের মধ্যে শুরু হয় মারামারি। হাওড়ার বেলুড়ের লালবাবা কলেজের ঘটনা। একে অপরের চুলের মুঠি ধরে মার।
 

Share this Video

হাওড়ার বেলুড়ের লালবাবা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ।কলেজের মধ্যে মারামারি। কলেজ খোলার প্রথম দিনে ধুন্ধুমার কান্ড বেঁধে যায় হাওড়ার বেলুড় লালবাবা কলেজে। চলতি বছরে সরস্বতী পুজো কারা করবে তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে । মহিলা সদস্যরা একে অপরের অপরের চুলের মুঠি ধরে মারামারি করে।এরজেরে উত্তেজনা ছড়ায় কলেজ চত্ত্বরে।খবর পেয়ে বালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।দুই পক্ষই বালি থানায় অভিযোগ করছে।প্রজ্ঞা পুরকাইত সাউ নামে কলেজের প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক অভিযোগ করেন অভিজিৎ রায় নামে বালি ব্লক কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কনভেনার বহিরাগতদের নিয়ে কলেজে এসে হামলা চালায়।কলেজে বর্তমানে ইউনিয়ন না থাকলেও টি এম ন সি পি সদস্যদের সহযোগিতা না করে বিরোধিতা করছে।তার পক্ষে ওঠা অভিযোগ অস্বীকার করে অভিজিৎ রায় জানান কলেজের ছাত্র ছাত্রীরা ডাকলে তিনি আসেন।তবে আজ কি হয়েছে তিনি জানেননা।তবে জানা গেছে এবছর সরস্বতী পূজা করা নিয়ে দুপক্ষ কলেজে আসে তখনই ঝামেলা বাধে।এ বিষয়ে কলেজের অধ্যক্ষ সঞ্জয় পাল বলেন দুপক্ষ পুজো করতে চেয়েছিল।তার কাছে এসেছিলো।কিন্তু তারপর ঝামেলা হয়।পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে কলেজের পক্ষ থেকে।

Related Video