ঘূর্ণিঝড় মোকাবিলায় হাওড়ায় জারি সতর্কতা, সেখানে পৌঁছিয়েছে এনডিআরএফ বিশেষ দল
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'যশ'
- তারই মোকাবিলায় জারি হয়েছে সতর্কতা
- ইতিমধ্যেই হাওড়ায় গঙ্গার তীরবর্তী এলাকায় সতর্কতা জারি হয়েছে
- সেখানে সতর্কতায় চলছে মাইকিংও
ঘূর্ণিঝড় 'যশ' মোকাবিলায় হাওড়ায় পৌঁছিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী(এন ডি আর এফ) এর বিশেষ দল। লুধিয়ানা থেকে এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রঞ্জিত সিং এর নেতৃত্বে একটি দল হাওড়ায় এসে পৌঁছে জেলা শাসক মুক্তা আর্য -র সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন। বিপর্যয়ের আগে ও পরে কিভাবে কাজ করা হবে তা নিয়ে আলোচনা হয় জেলা শাসকের সাঙ্গে। এনডিআরএফ -এর ৩০ ব্যাটেলিয়ান এর এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জানান হাওড়ায় গঙ্গার ধারে যেখানে দোকানপাট ও জনবসতি আছে সেখানে সতর্ক করা হয় সাইক্লোন সম্পর্কে। আগে থেকে কি করা উচিত সেটাও বোঝানো হয় মানুষজনকে। বিপর্যয়ের পর এনডিআরএফ টিম বিশেষ ভূমিকা নেবে বলেও তিনি জানান।