নাচে গানে বসন্ত বরণ, রঙিন শোভাযাত্রা বোলপুরে
বসন্তে রঙিন হয়ে উঠেছে রুক্ষ বীরভূম। লাল মাটির এই জেলায় আগুন লাগিয়ে দিয়েছে প্রকৃতি। অশোক আর পলাশের আগুন রঙে আরও মোহময়ী হয়ে উঠেছে এই জেলা। এদিন সকাল থেকেই উৎসবে মুখর ছিল বীরভূম জেলা। বহু জায়গাতেই রঙের উৎসবে সামিল হন মানুষ।
বসন্তে রঙিন হয়ে উঠেছে রুক্ষ বীরভূম। লাল মাটির এই জেলায় আগুন লাগিয়ে দিয়েছে প্রকৃতি। অশোক আর পলাশের আগুন রঙে আরও মোহময়ী হয়ে উঠেছে এই জেলা। এদিন সকাল থেকেই উৎসবে মুখর ছিল বীরভূম জেলা। বহু জায়গাতেই রঙের উৎসবে সামিল হন মানুষ। বোলপুর, রামপুরহাট বহু জায়গাতেই বর্ণাঢ্য শোভাযাত্রা বার হয়। গান আর নাচের মাধ্যমে চলে বসন্ত বরণের অনুষ্ঠান। সামিল হয়েছিলেন প্রচুর মানুষ। শোভাযাত্রায় মূল উদ্যোগী ছিলেন স্থানীয় তরুণ আর তরুণীরা। রবীন্দ্র সঙ্গীত গেয়েই তাঁরা বরণ করে নেন বসন্তকে। গত দুই বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে কিছুটা হলেও বাধা পেয়েছিল দোল উৎসব। কিন্তু এবার সংক্রমণের হার অনেকটাই কম। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তেই দোল উৎসবের ছবিটা অন্যান্য দিনের তুলনায় ছিল বেশ উজ্জ্বল। এদিন প্রচুর মানুষ সামিল হন রঙের উৎসবে। দার্জিলিং থেকে দিঘা - সর্বত্রই ছিল উৎসবের মেজাজ।