Weather alert: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, উপকূলবর্তী এলাকায় জারি সতর্কতা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা। পর্যটকদের সমুদ্রে যেতে জারি নিষেধাজ্ঞা। মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলার ফিরে আসার নির্দেশ জারি।
 

/ Updated: Dec 02 2021, 10:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা। পর্যটকদের সমুদ্রে যেতে জারি নিষেধাজ্ঞা। মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলার ফিরে আসার নির্দেশ জারি। সমুদ্র উপকূলে নজরদারি প্রশাসনের। ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে বঙ্গে। ৪ তারিখ সকালে অন্ধ্র ও ওড়িশায় ঝড়ের সম্ভাবনা। এরাজ্যে ৪,৫ এবং ৬ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৪ তারিখ পুর্ব মেদনীপুরে ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা৷ ৫ তারিখ বৃষ্টি আরও একটু বাড়ার সম্ভাবনা। ৪ তারিখ সকাল থেকে ৪৫-৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যা পরে বেড়ে ৬৫ কিলোমিটার হতে পারে। তারপর বেড়ে ৬০-৭০ কিমি বেড়ে সন্ধ্যা থেকে ১২ ঘন্টা চলবে৷ ৩ তারিখ থেকে মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে জারি নিষেধাজ্ঞা।