কেকে-র মৃত্যু নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ, কি বললেন তিনি

কেকে-র মৃত্যু নিয়ে দিলিপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন এদিন। রাজ্য সরকারকে এক হাত নেন তিনি। কেকে-র আকস্মিক মৃত্যুর জন্য রাজ্য সরকারকে দায়ী করেন।

/ Updated: Jun 02 2022, 03:43 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কেকে-র মৃত্যু নিয়ে দিলিপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন এদিন। রাজ্য সরকারকে এক হাত নেন তিনি। কেকে-র আকস্মিক মৃত্যুর জন্য রাজ্য সরকারকে দায়ী করেন। কেকে ইস্যু। একটা লোককে হত্যা করা হল। অমিত শাহ বলেছিলেন, বাঙ্গাল মে যাওগে তো মারে যাওগে। আজ বাংলায় এসে লোকটা বেঘোরে মরে গেল। এটা কলেজের প্রোগ্রাম নয়। তৃণমূল পার্টির প্রোগ্রাম। ওরা লোক জড়ো করেছে। নেতারা অর্গানাইজ করেছে। ওকে দিয়ে জোর করে একের পর এক গান গাইয়েছে। উনি পারছিলেন না। চলে যেতে চাইছিলেন। ওকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে। এটা হত্যা। এটা থেকে যে অপরাধ বোধ তৈরি হয়েছে , তা ঢাকা দিতে গান স্যালুট। আর ওনার অভ্যাস আছে, মৃতদেহ চুরি করে নেওয়ার। অসুস্থ হওয়ার পর হাসপাতালে না নিয়ে গিয়ে হোটেলে নিয়ে যাওয়া হল কেন? কেকে তো নিজে ঠিক করবেন না। উনি তখন অসুস্থ। বাকিরা কি করছিল? কার দায়িত্ব ছিল? উনি অসুস্থ বোধ করছেন, পাশে থাকা লোকজন চিৎকার করছে। একটা বদ্ধ জায়গায় ঘন্টার পর ঘন্টা গান করানো হয়েছে। উল্লাস করছে। অমানবিক ঘটনা। তদন্ত হোক।

Read more Articles on