প্রায় ১২০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, শিলিগুড়িতে আছড়ে পড়ল কালবৈশাখী

  • কালবৈশাখীর দাপটে বিপর্যস্ত শিলিগুড়ির জনজীবন
  • বৃহস্পতিবার সকালে অন্ধকারে ঢাকে চারপাশ
  • প্রায় ১২০ কিলোমিটার বেগে ঝড় হয় 
  • ঝড়ের দাপটে ভেঙে যায় বহু গাছ
  • আশপাশের বহু এলাকার ছবিও ছিল একই

Share this Video

কালবৈশাখীর দাপটে বিপর্যস্ত শিলিগুড়ির জনজীবন। বৃহস্পতিবার সকালে হঠাৎ কালবৈশাখীর তান্ডব শুরু হয় শহর জুড়ে। প্রায় ১২০কিলোমিটার বেগে শহরের উপর দিয়ে বইতে শুরু করে ঝোড়ো হাওয়া। কাল বৈশাখীর দাপটে ভেঙ্গে পড়ে একাধিক গাছ। বিদ্যুতের তার ছিড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। শিলিগুড়ির গুরুত্বপূর্ণ রাস্তা হিলকাট রোড, সেবক রোড, এস এফ রোড ও বর্ধমান রোডে গাছ পড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। তড়িঘড়ি গাছ কেটে রাস্তা পরিস্কারের কাজে নামে বিপর্যয় মোকাবিলা টিম। 

Related Video