সমকামী সম্পর্কের টানাপোড়েন? বন্ধুর বাড়িতে গিয়ে গায়ে আগুন দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল তরুণী

কয়েকদিন ধরে বন্ধুত্বের টানাপোড়ন চলছিল। শনিবার রাতে বান্ধবীর বাড়িতে এসে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী এক যুবতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার ইছাপুর আনন্দমঠ সি ব্লকে। মৃতার নাম চর্চিতা ব্যানার্জি ।

Share this Video

ফেসবুকে আলাপ হওয়ার পর থেকেই ব্যারাকপুর পঞ্চাননতলার বাসিন্দা ২০ বছরের চর্চিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল নোয়াপাড়ার তরুণীর নবনীতার বাড়িতে। বন্ধুত্ব এতটাই গাঢ় ছিল দুজনে একে অপরের বাড়িতে যাওয়া আসা করতেব। কিন্তু সম্প্রতি দুই বন্ধুর মধ্যে সম্পর্ক নিয়ে শুরু হয়েছিল টানাপোড়েন। বিউটিশিয়ন কোর্স করত চর্চিতা। রাতে চর্চিতা আসে নবনীতার বাড়িতে। কিন্তু চর্চিতার সঙ্গে কথা বলতে রাজি ছিল না নবনীতা। চর্চিতা কিছুটা জোর করেই নবনীতার বাড়িতে যায়। কিন্তু নবনীতা বেরিয়ে যায়। সোজা চলে যায় পিসির বাড়িতে। তারপরই তাদের বাড়ি থেকে আগুন আর ধোঁয়া। স্থানীয় বাসিন্দারাও তৎপর হয় নবনীতাদের দোতলার ঘর থেকে উদ্ধার করে চর্চিতার অর্ধদদ্ধ দেহ। ঝলসানো অবস্থায় ওকে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। প্রতিবেশীদের কথাই দুই তরুণীর মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতী নবনীতা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়। তাতেই দুঃখ পায় চর্তিতা। তাই আত্মহননের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ। 

Related Video