ICC T20 World Cup 2022 : মেলবোর্নে মিশন পাকিস্তান, হারের বদলা নিতে তৈরি ভারত

রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে সুপার ১২-এর ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। সাম্প্রতিক হারের বদলা নেওয়ার লড়াই ভারতের।
 

Share this Video

রবিবার চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত-পাকিস্তান। সুপার ১২ গ্রুপ ২-এর এই ম্যাচ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। ভারত-পাকিস্তান ম্যাচে তো উত্তেজনা থাকবেই। শেষ সাক্ষাৎকারে ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামতে পারেন বাবর আজম, শাহিন আফ্রিদিরা। তবে রোহিত শর্মা, বিরাট কোহলিরাও যথেষ্ট অভিজ্ঞ। তাঁরা জানেন, কীভাবে বড় মঞ্চে জ্বলে উঠতে হয়। দু'দলের ক্রিকেটাররাই এই ম্যাচের গুরুত্ব জানেন। ফলে রবিবার এমসিজি-তে জোর টক্কর হতে পারে। গতবার টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে পাকিস্তান। যে কোনও বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড অসাধারণ। সেই রেকর্ড আরও ভাল করাই মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমারদের লক্ষ্য। তবে পাকিস্তানও জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। হাসান আলি, ফকর জামান, মহম্মদ রিজওয়ানরা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি। চাপমুক্ত হয়ে যে দল নিজেদের কাজটা ঠিকমতো করতে পারবে, তারাই শেষপর্যন্ত জয় পাবে।

Related Video