রাত পেরিয়ে সকাল হয়ে দুপুর হতে চলছিল কিন্তু তারা দরজা খুলে বাইরে আসেন নি। আর তাতেই সকলের সন্দেহ হয়। একাধিকবার দু'জনকে ফোন করেও কোন উত্তর মেলেনি । দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকির চেষ্টা করা হয়। কিন্তু কোন লাভ হয় না। শেষ পাত্রের ভাই জানলা দিয়ে উঁকি দেন ।

বিয়ে বাড়ি বলে কথা। বাড়িতে লোকজন ভর্তি। বৌভাতের অনুষ্ঠানে তুমুল হই-হুল্লোড়ে নিমন্ত্রিতদের সঙ্গে মজে গিয়েছিলেন নবদম্পতিও। বৌভাতের দিন প্রায় সকলে বাড়ি যাওয়া জন্য উদ্যোগী সেসময় সকলের সঙ্গে আড্ডা দিয়ে ফুলশয্যার রাতে ঘরে ঢুকেছিলেন হাসতে হাসতেই। কোনরকম কোন আলাদা ব্যাপার কারও চোখে পড়ে নি। ফুলসজ্জার পর দিন বেলা গড়িয়ে গেলেও নবদম্পতি আর দরজা খুলছে না। বিষয়টা দেখে অনেকেই নানা আলোচনা করতে লাগলেন। একটা সময় বিরক্ত হয়ে তাদের ডাকতে আত্মীয়রা বারবার দরজায় ধাক্কা মারতে থাকেন। বহুবার নানাভাবে ডাকলেও তাতে সাড়া মেলে নি। শেষ ইতস্থত বোধ করেও অবশেষে ঘরের জানলা দিয়ে উঁকি দিতেই সকলেই চমকে উঠলেন ওই দৃশ্য দেখে। ফুল দিয়ে সাজানো বিছানাতেই নবদম্পতির নিথর দেহ লুটিয়ে রয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচে। পুলিশ সূত্রে খবর, ২২ বছরের যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল ২০ বছর বয়সি যুবতীর। বৌভাতে সকলের সঙ্গে কথা বলে হাসিমুখে ফুলশয্যার রাতে একসঙ্গে ঘরে ঢোকেন নব দম্পতি। রাত পেরিয়ে সকাল হয়ে দুপুর হতে চলছিল কিন্তু তারা দরজা খুলে বাইরে আসেন নি। আর তাতেই সকলের সন্দেহ হয়। একাধিকবার দু'জনকে ফোন করেও কোন উত্তর মেলেনি । দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকির চেষ্টা করা হয়। কিন্তু কোন লাভ হয় না। শেষ পাত্রের ভাই জানলা দিয়ে উঁকি দেন । তিনি সব জানাতেই জানলা ভেঙে ভিতরে ঢোকেন সকলে। নবদম্পতিকে আত্মীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। 

দেহ ময়নাতদন্তের পর জানা গিয়েছে, নবদম্পতির মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। ফুলশয্যার রাতে প্রায় একই সময়ে দুজনেরই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট জানাজানি হতেই হতবাক হয়েছেন আত্মীয় থেকে প্রতিবেশীরা। এই ঘটনার কথা প্রচার হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। আত্মীয়রা জানিয়েছেন, পুরো বিয়ের অনুষ্ঠান পর্বজুড়ে তারা সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তবুও কীভাবে দুজনের প্রায় একই সময়ে হার্ট অ্যাটাক হল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।