জানা যায়, লুকিয়ে লুকিয়ে মেয়েদের ভিডিয়ো করতে গিয়ে ধরা পড়ে মার খেয়েছেন ওই প্রৌঢ়। বালুরঘাটে চলন্ত ট্রেনে এক কলেজছাত্রীর সাহসিক প্রতিবাদের ঘটনা সামনে এসেছে। এক প্রৌঢ় যাত্রী ওই ছাত্রীর ভিডিও করছিলেন। ছাত্রীটি হাতেনাতে ধরে অভিযুক্তকে উচিত শিক্ষা দেন।

চলন্ত ট্রেনের মধ্যে এক বয়স্ক লোককে ঠাস ঠাস করে চড় কষিয়ে দিচ্ছে এক যুবতী। হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসে ওই প্রৌঢ়। কিছু বলতে যেতেই ফের উদ্যত হয়ে যুবতী দিলেন উত্তম মধ্যম মার। বললেন চড়িয়ে গাল লাল করে দেবেন। ট্রেনের মধ্যে এই ঘটনা দেখে উপস্থিত অনেকেই মেয়েটির সাহসের প্রশংসা করলেন। আর তুলোধোনা করে ছাড়লেন সেই বয়স্ক মানুষটিকে। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।

জানা যায়, লুকিয়ে লুকিয়ে মেয়েদের ভিডিয়ো করতে গিয়ে ধরা পড়ে মার খেয়েছেন ওই প্রৌঢ়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে চলন্ত ট্রেনে এক কলেজছাত্রীর সাহসিক প্রতিবাদের ঘটনা সামনে এসেছে। এক প্রৌঢ় যাত্রী বিনা অনুমতিতে ওই ছাত্রীর ভিডিও করছিলেন। ছাত্রীটি হাতেনাতে ধরে অভিযুক্তকে উচিত শিক্ষা দেন। রেলযাত্রী সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নবদ্বীপ-বালুরঘাট এক্সপ্রেসে। মালদার গাজোলের বাসিন্দা এক কলেজছাত্রী বালুরঘাটে যাচ্ছিলেন। ট্রেনে তার উল্টো দিকের আসনে বসা এক প্রৌঢ় দীর্ঘক্ষণ ধরে তার ভিডিও করছিলেন। ছাত্রীটি লক্ষ্য করে দেখেন, প্রৌঢ় তার বিভিন্ন অঙ্গের ভিডিও জুম করে রেকর্ড করছেন। এরপর ছাত্রীটি প্রৌঢ়ের কাছ থেকে ফোন ছিনিয়ে নিয়ে তাকে একের পর এক চড় মারেন। বালুরঘাট স্টেশনে নেমে ছাত্রীটি জিআরপির কাছে মৌখিক অভিযোগ জানান।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মেয়েটির সাহাসিকতাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। পাল্টা কু মতলবে থাকা এই সমস্ত যাত্রীদেরও কড়া সমালোচনা করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি শেয়ার করে ছাত্রীর সাহসিকতার প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি রাজ্যের মহিলাদের এই ধরনের অপরাধের বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি পুলিশের উদাসীনতার ফলে এই ধরনের অপরাধ বাড়ছে বলে অভিযোগ করেন। শুভেন্দু অধিকারী মেয়েদের মাতৃশক্তি উপমা দিয়ে মানসিক শক্তি সঞ্চয় করে প্রতিবাদের সাহস দেখানোর আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে দোষীদের সর্বসমক্ষে নিয়ে আসারও কথা বলেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।