- তৃণমূলের ভাঙণে মমতাকে খোঁচা দিলেন অমিত মালব্য
- 'তৃনমুল বিধায়কদের মধ্যে পদত্যাগের হিড়িক লেগেছে'
- বাইরে সদলবলে তৃণমূলের ভাঙণের অপেক্ষায় বিজেপি
- উসকে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য
তৃণমূলের ভাঙণে মমতাকে খোঁচা দিলেন অমিত মালব্য। একেই 'গেল গেল রব' উঠেছে তৃণমূলের অন্দরেই। বাইরে সদলবলে তৃণমূলের সরকারের ভাঙণের অপেক্ষায় বিজেপি। ঠিক এমন সময়ই ঢিমে আঁচে হাওয়া দিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন,' যে হারে তৃণমূল বিধায়কদের মধ্যে পদত্যাগের হিড়িক লেগেছে, পিসিকে না শেষ পর্যন্ত পদত্যাগ সংগ্রহ দপ্তর খুলতে হয় তাঁর অফিসে।'প্রসঙ্গত শুভেন্দুর ইস্তফা পত্র জমার পড়ার পর যে এত ইস্তফার লাইন লাগবে, তা বোধয় আশা করেননি স্বয়ং তৃণমূলের সুপ্রিমোও। এমন একসময় নুনের ছিঁটে পড়ল কি, মুশকি হেসে,' কে জানে' বলল বোধয় বিজেপি।
উল্লেখ্য,শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর বৃহস্পতিবার বড় মুখ করে তৃণমূল ভবনে ঘোষণা করেছেন সুব্রত মুখোপাধ্যায়, যে যদি ১০ জন বিধায়কও যায় তাতে কিছুই যায় আসে না, তৃণমূলের। তবে এই কথাটা কথা সত্যি, তা ঝলক টের পাওয়া যাবে আগামিকালই শাহ সফরের দিনে। আর শনিবারই শুভেন্দু অধিকারীর সম্ভাব্য বিজেপিতে যোগদান করার দিন। চোখের সামনে এত বড় ধাক্কা নিতে পারবে তো তৃণমূল, প্রশ্ন উঠেছে রাজ্য-নীতিতে।
The rate at which TMC MLAs are resigning, Pishi must perhaps consider setting up a resignation collection center in her office...
— Amit Malviya (@amitmalviya) December 18, 2020
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 19, 2020, 10:55 AM IST