সংক্ষিপ্ত
- নির্বাচনের আগে তৃণমূলকে আরও এক ধাক্কা বিজেপির
- মালদা জেলা পরিষদের দখল নিতে চলেছে পদ্ম শিবির
- জেলা পরিষদের সভাধিপতি-সহ ১৪ জন সদস্য বিজেপিতে যোগ
- এছাড়াও বিজেপিতে যোগ দেন ৫ জন বিধায়ক সহ এক তৃণমূল প্রার্থী
নির্বাচনের আগে ফের শাসক দলকে জোর ধাক্কা দিল বিজেপি। সোমবার বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ৫ জন বিধায়ক, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। একইসঙ্গে এদিন মালদা জেলা পরিষদেও সংখ্যাধিক্য হয়ে গেল বিজেপি। মালদা জেলা পরিষদের বিজেপি দখল নিল বলেও দাবি করেছে শুভেন্দু অধিকারী। কারণ এদিন হেস্টিংসের বিজেপি কার্যালয়ে বিধায়ক ও টলি তারকাদের সঙ্গে যোগ দিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি-সহ ১৪ জন সদস্য ।
সোমবার বিজেপি কার্যালয়ে দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়দের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন জেলা সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল-সহ ১৪ জন সদস্য। মালদহ জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৩৮। সেখানে তৃণমূলের সদস্য ছিল ৩১। বিজেপি ও কংগ্রেসের যথাক্রমে ৫ ও ২ জন সদস্য। বিজেপির দাবি, আগেই দু'জন যোগদান করায় তাদের সদস্য বেড়ে হয়েছিল ৯। ১৪ জন যোগদান করায় সেটাই বেড়ে হল ২৩।
এদিন মালদা পরিষদের শাসক শিবিরে ভাঙন ধরানোর পর শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পঞ্চায়েত আইন অনুযায়ী দলবদলের চিঠি জেলাশাসককে দিয়েছেন তাঁরা। এই প্রথম রাজ্যের কোনও জেলা পরিষদের ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। আইনি পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই জেলা পরিষদের দখল নেবে বিজেপি। রবিবার মোদীর ব্রিগেডের পর শাসক দলে এত বড় ভাঙন তৃণমূলের অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।