সংক্ষিপ্ত
- রাজ্যে ক্রমশ ভয়াবহ কোভিডে পরিস্থিতি
- তাই সফর বাতিল করলেন রাহুল গান্ধী
- 'ভোট আসবে-কিন্তু জীবন ফিরে আসবে না'
- তৃণমূল-বিজেপিকে নিশানা করলেন মান্নান
রাজ্যে কোভিডে পরিস্থিতির জন্য় সফর বাতিল করলেন রাহুল গান্ধী। ওদিকে 'মানুষের জীবনের দাম নেই' বলে তৃণমূল-বিজেপিকে নিশানা করলেন আব্দুল মান্নান। তিনি বলেছেন ভোট আসবে-কিন্তু জীবন ফিরে আসবে না।'
আরও পড়ুন, 'কোভিডের সঠিক তথ্য দেয়নি রাজ্য', ভয়াবহ সংক্রমণের মাঝে বিস্ফোরক নাড্ডা
কথা থাকলেও রাজ্যে আপাতত আসছেন না কংগ্রেসের হেভিওয়েট নেতা রাহুল গান্ধী। কারণ রাজ্যে যেভাবে করণা প্রভাব বিস্তার করছে করোনার হাত থেকে মানুষজন কে বাঁচাতে বাম কংগ্রেস ওআইএসএফ মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েছে কোন বড় সভা করে ভোট প্রচার করবে না সেই জন্যই বাতিল করা হয়েছে রাহুল গান্ধীর বাংলা সফর। এদিন বিরোধী দলনেতা আব্দুল মান্নান জানান,' বিজেপি তৃণমূল তারা বড় বড় সভা করুক। তাদের কাছে মানুষের জীবনের দাম নেই। কিন্তু আমরা মানুষের জীবনের দাম জানি। ভোট আসবে যাবে জীবন চলে গেলে আসবে না।'
আরও পড়ুন, করোনায় ভয়াবহ অবস্থা রাজ্যে, শুধু একদিনেই ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ৮ হাজার
এদিকে পশ্চিমবঙ্গে কোভিডে ভয়াবহ রূপ নিয়েছে। শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত ৩৪ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ১০।উত্তর ২৪ পরগণায় ৮ জন, দক্ষিণ ২৪ পরগণায় ২ জন, হাওড়া ১ জন ,হুগলি ১ জন, পূর্ব বর্ধমানে ১ জন, পুরুলিয়া ২, বীরভূম ৩, মুর্শিদাবাদ ৫, জলপাইগুড়ি ১ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ একদিনে বাংলায় প্রায় ৮ হাজার। ওদিকে রাজ্যে এরই মাঝে চলছে ভোট। আর নির্বাচনী জমায়েতে এবার রাশ টানল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, ভীড় রুখতে জেলা শাসক এবং কমিশনকেই দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে ১৪৪ ধারা ব্যবহার করা হতে পারে। হাইকোর্টের নির্দেশনামা ইতিমধ্যেই জেলাশাসক এবং কমিশনকে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য এদিনই আবার বারাণসীতে কোভিড পরিস্থিতি নিয়ে মিটিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।