সংক্ষিপ্ত
বিধানসভা নির্বাচনে কুকথার বন্যা বইছে
প্রকাশ্য সভায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগাল দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
ঠিক কী কী গালি দিয়েছেন তিনি প্রধানমন্ত্রীকে
গঙ্গারামপুরের সভা থেকে হিসাব দিলেন মোদী স্বয়ং
শনিবার রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। এবারের নির্বাচনে কুকথার বন্যা বইছে। মঞ্চ থেকে 'দিদি...ও দিদি', বলে ডেকে মমমতাকে অপমান করছেন মোদী, এমন অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। এই ডাকটি আদৌ অপমানজনক কি না, তাই নিয়ে বিতর্ক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য উল্টোদিকে, প্রকাশ্য সভায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হোদল কুতকুত, রাক্ষস-এর মতো বাছা বাছা শব্দ প্রয়োগ করছেন। ঠিক কতবার প্রধানমন্ত্রীকে গালাগালি দিয়েছেন মমতা, জানেন? শনিবার গঙ্গারামপুরের সভা থেকে একেবারে তারিখ ধরে ধরে তার হিসাব দিলেন প্রধানমন্ত্রী স্বয়ং।
১৯ মার্চ - মমতা বলেছিলেন, তিনি নরেন্দ্র মোদীর মুখ দেখতে চান না। দেশের প্রধানমন্ত্রীর তুলনা করেছিলেন লুটেরা, দাঙ্গাবাজ, দুর্যোধন, দুঃশাসন-এর সঙ্গে।
২০ মার্চ - প্রধানমন্ত্রীকে বলেন শ্রমিকদের হত্যাকারী, দাঙ্গাকারী।
২৪ মার্চ - মমতা বলেন, দেশের প্রধানমন্ত্রী মিথ্যাবাদী, সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
২৫ মার্চ - তুমি (শালা) খুনিদের রাজা। খুনিদের জমিদার। তুমি সবটাকা লুঠ করেছ। (এই কথা বলার আগে বাাংলায় সংস্কারি সমাজের কাছে বার বার ক্ষমা চেয়ে নেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বলেন, এই কথা তাঁর বলা উচিত নয়, কিন্তু বাধ্য হয়ে তাঁকে বলতে হচ্ছে)।
২৬ মার্চ - দেশে শুধু মোদীর দাড়ি বাড়ছে। মোদীর মাথায় কিছু সমস্যা আছে। মনে হয় মোদীর কোনও স্ক্রু ঢিলে হয়ে গিয়েছে।
৪ এপ্রিল - মোদী কি ভগবান? মোদী কি সুপারহিউম্যান?
৫ এপ্রিল - মোদী যেখানেই যায়, সেখানেই দাঙ্গা হয়।
১৩ এপ্রিল - সবথেকে বড় মিথ্যাবাদী, বদবুদ্ধি হল নরেন্দ্র মোদী।
আরও পড়ুন - 'এবার, ২০০ আসন পার' - একান্ত সাক্ষাতকারে কী জানালেন স্বপন দাশগুপ্ত
আরও পড়ুন - সংগঠন থেকে প্রচার, আরএসএস-ই গড়ে দিয়েছে বিজেপির জয়ের ভিত
আরও পড়ুন - শহুরে ভোট ধরতে কৌশল বদল, কোন হাতিয়ারে শিক্ষিত বাঙালীর মন জিততে চাইছে বিজেপি
প্রধানমন্ত্রী মোদী, এই তালিকা আর বাড়াতে চাননি। তিনি বলেন, এই তালিকা অনেক লম্বা। তারমধ্যে কিছু গালি তিনি এদিন উপস্থাপন করেছেন। তবে দিদির এই গালাগালিতে তাঁর কোনও সমস্য়া নেই। তিনি বলেন, 'দিদি মোদীকে আপনার যত গালাগালি দেওয়ার , দিন। কিন্তু, দয়া করে বাংলায় মহান পরম্পরা, মহান সংস্কৃতির কথা ভুলে যাবেন না। কারণ সারা দেশের লোক এখানকার সংস্কৃতি, একানকার ভাষা নিয়ে গর্ব করে।' তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার বাংলায় শিল্প-সংস্কৃতিকেও নষ্ট করে দিয়েছে।