সংক্ষিপ্ত

  •  বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে নাড্ডার সভা
  • ইতিমধ্য়েই সাজো সাজো রব, জোরদার প্রচার  
  • যোগ দিতে পারেন একাধিক হেভিওয়েট নেতা
  • লাইট হাউসের মাঠ এবারও লম্বা রেসের ঘোড়া 

  

একুশের নির্বাচনের আগে রাজ্যে ২ দিনের সফরে এসেছেন  বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার তিনি যাবেন ডায়মন্ড হারবারে। নড্ডার সভা ঘিরে ইতিমধ্য়েই সাজো সাজো রব দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারে। ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু।

 

আরও পড়ুন, 'গুন্ডামোর দেখেছো কী-আমি মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে লড়ছি', অভিষেককে তোপ দিলীপের

 

 

আরও পড়ুন, ভরসা নেই রাজ্য বিজেপি নের্তৃত্বে, বাংলা জয়ে ২৯৪ কেন্দ্রের পার্থী নিজেই বাছবেন অমিত শাহ

 

  মুখ্যমন্ত্রীর 'ভাইপো'-র পাড়ায় নাড্ডার সভা


বিজেপি সূত্রের খবর, বৃহস্পতিবার একাধিক হেভিওয়েট বিজেপি নেতা যোগ দিতে পারেন। ২০২১ এর বিধান সভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ডায়মন্ড হারবারে নাড্ডা সফর যে বড়সড় প্রভাব ফেলবে এ নিয়ে চর্চা উঠেছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় কার্যকর্তা মিটিং, দুপুর ২ টা ৪৫ মিনিট নাগাদ সামাজিক সমুহ মিটিং সারাবাংলার জেলে-মৎসজীবিদের সঙ্গে। এবং বিকেল ৪ টেয় সাংবাদিক সম্মেলন। উল্লেখ্য, সকাল থেকে ডায়মন্ড হারবার রোডের উপর দাঁড়িয়ে বিজেপির সমর্থকরা। নাড্ডা ডায়মন্ড হারবার যাওয়ার সময় সমর্থক রা তাকে স্বাগতম জানালো ফুল ছুড়ে। প্রায় কয়েকশো মহিলা সমর্থক রা সাদা লাল পাড়ের শাড়ি পরে  নাড্ডাকে অভিনন্দন জানায়, দলিও স্লোগান এর মধ্যে দিয়ে।

 

 

লাইট হাউসের মাঠ এবারও লম্বা রেসের ঘোড়া 
 

প্রসঙ্গত, গতবারের লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারের লাইটহাউসের মাঠে সভা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেবার ওই লোকসভা কেন্দ্র থেকে অভিষেক বন্দ্য়োপাধ্যায় জিতলেও নিজেদের ভোট বাড়িয়েছিল গেরুয়া শিবির। আর এবার সেই একই জায়গায় পা রাখছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাই একুশের ভোটে জিততে লাইট হাউসের মাঠ নিঃসন্দেহে লম্বা রেসের ঘোড়া।

 

আরও পড়ুন, বেড়িয়ে পড়ুন বড়ন্তি, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গার রইল হদিশ