সপ্তম দফায় রাজ্যের ৩৪টি আসনে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে জানান নির্বাচন কমিশন।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- বিকেল সাড়ে ৫ টা অবধি ভোট ৭৫.০৬ শতাংশ, মাদ্রাজ হাইকোর্ট ইস্যুতে BJP-র নিশানায় মমতা
Election Live Update- বিকেল সাড়ে ৫ টা অবধি ভোট ৭৫.০৬ শতাংশ, মাদ্রাজ হাইকোর্ট ইস্যুতে BJP-র নিশানায় মমতা

সোমবার রাজ্যে সপ্তম দফার ভোট। এদিন ৩৪ আসনে মোট ২৬৮ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে ২৩১ জন পুরুষ এবং ৩৭ জন মহিলা কর্মী। এদিকে রাজ্যে কোভিডে ক্রমশ ভয়াবহ পরিস্থিতি। সেকথা মাথায় রেখেই রাজ্য়ের সপ্তম দফা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতি সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এবারাও কেন্দ্রীয় বাহিনীর মাঝে কোনও ফাঁক রাখা হচ্ছে না। এই দফায় দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতায় মোট ৩৪ টি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকছে মোট ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধু নিরাপত্তার দায়িত্বে থাকবে ৬৫৩ কোম্পানি আধাসেনা। সব মিলিয়ে শান্তিপূর্ণ ভোট যাতে হয় এবং কোভিড বিধি যাতে কায়েম থাকে, সেবিষয়ে কড়া নজর রাখছে কমিশন।
শান্তিপূর্ণ ভোট বলল কমিশন
ভোট পড়েছে ৭৫ শতাংশ
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৭৫ শতাংশের বেশি।
ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়
ভোট দিয়ে জয়ের চিহ্ন দেখালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
শ্যামপুকুরে মিনার্ভা থিয়েটারে সাংবাদিক সম্মেলনে মমতা-দেখুন সরাসরি LIVE
নির্বাচন কমিশনকে নিশানা মাদ্রাজ হাইকোর্টের
করোনা মহামিরর এই সময় ভোট প্রচার রুখতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢিলেঢালা মনোভাবের অভিযোগ। মাদ্রাজ হাইকোর্ট তুলোধনা করল কমিশনকে। গণনা বন্ধ করে দেোয়ারও হুমকি আদালতের।
ভোটের সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে কোভিড রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার
সোমবার সপ্তম দফা ভোটের দিনে অঘটন, বেলেঘাটা আইডি হাসপাতালের বাথরুমে কোভিড রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার
মালদা জেলায় ভার্চুয়াল সভায় জেপি নাড্ডা-দেখুন সরাসরি LIVE
তৃণমূল প্রার্থীর অভিযোগ
রাসবিহারী বিধানসভার বুথ নং ১৮২/১৮৩/১৮৪/১৮৫ রাজেন্দ্রনাথ বিদ্যাভবনের সামনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমার অভিযোগ করলেন কেন্দ্রীয় বাহিনী তাকে বুথ পরিদর্শনে যেতে বাধা দেয়।
ভোট পড়ছে ৩৭ শতাংশ
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বেলা ১১.৩০ পর্যন্ত ভোট পড়ছে ৩৭ শতাংশের বেশি।
মুর্শিদাবাদে ভোটের লাইনে মাস্ক ও টাকা বিলি করার অভিযোগে রিপোর্ট তলব
মুর্শিদাবাদে ভোটের লাইনে মাস্ক ও টাকা বিলি করার অভিযোগে রিপোর্ট তলব কংগ্রেস প্রার্থী নিয়াজউদ্দিন শেখের বিরুদ্ধে
সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার দেখুন একনজরে
সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার
দক্ষিণ কলকাতা - ২৭.৫৬%
পশ্চিম বর্ধমান - ৩৪.১৭%
মালদা - ৪০.১৫%
মুর্শিদাবাদ - ৪২.৪৩%
দক্ষিণ দিনাজপুর - ৩৯.৫৯%
রতুয়ায় তৃণমূল বিজেপি বচসা
রতুয়ায় ৯১ নম্বর বুথ থেকে তৃণমূল এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ। পরে বিজেপি ও তৃণমূল কংগ্রেস সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আজ ভোটের সকালে হূদরোগে আক্রান্ত হয়ে তৃণমূলের জেলা সহ-সভাপতির মৃত্যু
তৃণমূলে ছন্দপতন! তৃণমূল সুপ্রিমোর সহ যোদ্ধা 'বেসুরো' তৃণমূলের জেলা সহ-সভাপতি অভিমানে হূদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শুরুটা হয়েছিল সেই ১৯৯২ সাল থেকে।আজকের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের নেত্রী, সেই সময়কার তাঁর সহ যোদ্ধা তথা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের প্রথম সৃষ্টিকর্তা ভগবানগোলার সাগির হোসেন। পেশায় হাই স্কুলের প্রাক্তন এই শিক্ষক কে এইবার বিধানসভা নির্বাচনের দলনেত্রী টিকিট না দিয়ে বহিরাগত ইদ্রিস আলী কে ভগবানগোলা কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। আর তারপর থেকেই কার্যত চরম মানসিক অবসাদে নিজেকে গৃহবন্দী করে ফেলেন সাগির বাবু। মাস খানেক ধরে চরম মানসিক নিপীড়নের মধ্যে দিন কাটানোর পর সোমবার ভোটের দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা গেলেন তৃণমূলের ওই বর্ষিয়ান নেতা।
নিউ আলিপুর বুথে শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
নিউ আলিপুর বুথে শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
ভোট দিয়ে কমিশনের বিরুদ্ধে টুইট নুসরতের
মুর্শিদাবাদে ভোট দিয়ে ফিরেই মৃত্যু এক বৃদ্ধের
ভোট দিয়ে ফিরেই মৃত্যু ৮২ বছর বয়সী এক বৃদ্ধের, সপ্তম দফায় শোকের ছায়া মুর্শিদাবাদে
আমডাঙায় TMC-ISF সংঘর্ষ- হিংসার বলি ১
আমডাঙায় TMC-ISF সংঘর্ষ- হিংসার বলি ১
ভোটের সকালে শাহ-র টুইট বার্তা
ভোট দিতে এসেও কমিশনকে নিশানা নুসরতের
সপ্তম দফায় সপরিবারে ভোট দিলেন তৃণমূল সাংসদ নুসরত। তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন সভা বাতিল করলেন তারপরই নির্বাচন কমিশন সভা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করল। নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন নুসরত।
অসুস্থতার কারণে প্রথমবার ভোট দিতে পারছেন না বুদ্ধদেব
অসুস্থতার কারণে প্রথমবার ভোট দিতে পারছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচার্য