07:57 PM (IST) Apr 26
শান্তিপূর্ণ ভোট বলল কমিশন

সপ্তম দফায় রাজ্যের ৩৪টি আসনে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে জানান নির্বাচন কমিশন। 

06:42 PM (IST) Apr 26
ভোট পড়েছে ৭৫ শতাংশ

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৭৫ শতাংশের বেশি। 

04:31 PM (IST) Apr 26
ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

ভোট দিয়ে জয়ের চিহ্ন দেখালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

03:39 PM (IST) Apr 26
শ্যামপুকুরে মিনার্ভা থিয়েটারে সাংবাদিক সম্মেলনে মমতা-দেখুন সরাসরি LIVE

03:12 PM (IST) Apr 26
নির্বাচন কমিশনকে নিশানা মাদ্রাজ হাইকোর্টের

করোনা মহামিরর এই সময় ভোট প্রচার রুখতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢিলেঢালা মনোভাবের অভিযোগ। মাদ্রাজ হাইকোর্ট তুলোধনা করল কমিশনকে। গণনা বন্ধ করে দেোয়ারও হুমকি আদালতের। 

12:51 PM (IST) Apr 26
ভোটের সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে কোভিড রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার

 সোমবার সপ্তম দফা ভোটের দিনে অঘটন, বেলেঘাটা আইডি হাসপাতালের বাথরুমে কোভিড রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার

12:46 PM (IST) Apr 26
মালদা জেলায় ভার্চুয়াল সভায় জেপি নাড্ডা-দেখুন সরাসরি LIVE
12:37 PM (IST) Apr 26
তৃণমূল প্রার্থীর অভিযোগ

রাসবিহারী বিধানসভার বুথ নং ১৮২/১৮৩/১৮৪/১৮৫ রাজেন্দ্রনাথ বিদ্যাভবনের সামনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমার অভিযোগ করলেন কেন্দ্রীয় বাহিনী তাকে বুথ পরিদর্শনে যেতে বাধা দেয়।

12:28 PM (IST) Apr 26
ভোট পড়ছে ৩৭ শতাংশ

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বেলা ১১.৩০ পর্যন্ত ভোট পড়ছে ৩৭ শতাংশের বেশি। 

12:16 PM (IST) Apr 26
মুর্শিদাবাদে ভোটের লাইনে মাস্ক ও টাকা বিলি করার অভিযোগে রিপোর্ট তলব

মুর্শিদাবাদে ভোটের লাইনে মাস্ক ও টাকা বিলি করার অভিযোগে রিপোর্ট তলব কংগ্রেস প্রার্থী নিয়াজউদ্দিন শেখের বিরুদ্ধে

12:07 PM (IST) Apr 26
সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার দেখুন একনজরে

সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার 

দক্ষিণ কলকাতা - ২৭.৫৬%

পশ্চিম বর্ধমান - ৩৪.১৭%

মালদা - ৪০.১৫%

মুর্শিদাবাদ - ৪২.৪৩%

দক্ষিণ দিনাজপুর - ৩৯.৫৯%

11:50 AM (IST) Apr 26
রতুয়ায় তৃণমূল বিজেপি বচসা

রতুয়ায় ৯১ নম্বর বুথ থেকে তৃণমূল এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ। পরে বিজেপি ও তৃণমূল কংগ্রেস সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

11:22 AM (IST) Apr 26
আজ ভোটের সকালে হূদরোগে আক্রান্ত হয়ে তৃণমূলের জেলা সহ-সভাপতির মৃত্যু

তৃণমূলে ছন্দপতন! তৃণমূল সুপ্রিমোর সহ যোদ্ধা 'বেসুরো' তৃণমূলের জেলা সহ-সভাপতি অভিমানে হূদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শুরুটা হয়েছিল সেই ১৯৯২ সাল থেকে।আজকের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের নেত্রী, সেই সময়কার তাঁর  সহ যোদ্ধা তথা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের প্রথম সৃষ্টিকর্তা ভগবানগোলার সাগির হোসেন। পেশায় হাই স্কুলের প্রাক্তন এই শিক্ষক কে এইবার বিধানসভা নির্বাচনের দলনেত্রী টিকিট না দিয়ে বহিরাগত ইদ্রিস আলী কে ভগবানগোলা কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। আর তারপর থেকেই কার্যত চরম মানসিক অবসাদে নিজেকে গৃহবন্দী করে ফেলেন সাগির বাবু। মাস খানেক ধরে চরম মানসিক নিপীড়নের মধ্যে দিন কাটানোর পর সোমবার ভোটের দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা গেলেন তৃণমূলের ওই বর্ষিয়ান নেতা। 

11:20 AM (IST) Apr 26
নিউ আলিপুর বুথে শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

নিউ আলিপুর বুথে শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

11:08 AM (IST) Apr 26
ভোট দিয়ে কমিশনের বিরুদ্ধে টুইট নুসরতের
11:06 AM (IST) Apr 26
মুর্শিদাবাদে ভোট দিয়ে ফিরেই মৃত্যু এক বৃদ্ধের


ভোট দিয়ে ফিরেই মৃত্যু ৮২ বছর বয়সী এক বৃদ্ধের, সপ্তম দফায় শোকের ছায়া মুর্শিদাবাদে  

10:19 AM (IST) Apr 26
আমডাঙায় TMC-ISF সংঘর্ষ- হিংসার বলি ১

আমডাঙায় TMC-ISF সংঘর্ষ- হিংসার বলি ১

10:18 AM (IST) Apr 26
ভোটের সকালে শাহ-র টুইট বার্তা
09:37 AM (IST) Apr 26
ভোট দিতে এসেও কমিশনকে নিশানা নুসরতের

সপ্তম দফায় সপরিবারে ভোট দিলেন তৃণমূল সাংসদ নুসরত। তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন সভা বাতিল করলেন তারপরই নির্বাচন কমিশন সভা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করল।  নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন নুসরত। 

 

09:29 AM (IST) Apr 26
অসুস্থতার কারণে প্রথমবার ভোট দিতে পারছেন না বুদ্ধদেব

অসুস্থতার কারণে প্রথমবার ভোট দিতে পারছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচার্য