স্ট্যান্ড রোডে রেলের সদর দপ্তর গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় পড় আজ রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিদের পাশাপাশি হাজির হন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর তিনি তিনটে 58 মিনিট নাগাদ আসেন পরিদর্শন করেন এরপর চারটে 25 নাগাদ তিনি বাইরে আসেন ও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়।
- Home
- West Bengal
- West Bengal News
- Strand Road Fire Live Update- স্ট্যান্ড রোড অগ্নিকাণ্ডে মৃত ৯, শনাক্তকরণে সমস্যা, হবে DNA টেস্ট
Strand Road Fire Live Update- স্ট্যান্ড রোড অগ্নিকাণ্ডে মৃত ৯, শনাক্তকরণে সমস্যা, হবে DNA টেস্ট
স্ট্র্যান্ড রোডের ভয়াবহ আগুনের গ্রাসে ৯।স্ট্র্যান্ড রোডের রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংএর আগুনের গ্রাসে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন দমকল কর্মী। একজন আরপিএফকর্মী ও একজন হেয়ারস্ট্রিট থানার পুলিশ কর্মী রয়েছেন। এখনও পর্যন্ত এক জনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌছান দমকল কর্মী সুজিত বসু ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ দেওয়া হবে। শনিবার রাত সোওয়া ১১টা নাগাদ স্ট্র্যান্ড রোড এলাকায় যান মুখ্যমন্ত্রী। তিনি সেখানে গিয়ে তিনি ঘোষণা করেন মৃতদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরিও দেওয়া হবে। রাতেই ঘটনাস্থলে থেকে বেরিয়ে সোজা এসএসকেম হাসপাতালে পৌছে যান মুখ্যমন্ত্রী। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ রেলের। এই ঘটনায় টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদী।
- FB
- TW
- Linkdin
আগুনে মৃত ASI কে গান স্যালুট
'মৃতদেহ নিয়েও রাজনীতি' ,মমতাকে নিশানা অগ্নিমিত্রা-মুকুলের
স্ট্র্যান্ড রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে রেলের বিরুদ্ধে মামলা দায়ের দমকলের
হেয়ারস্ট্রিট থানার অন্তর্গত পূর্ব রেলের অফিসে বিধ্বংসী আগুন। সারারাত স্থানীয় পুলিশ উদ্ধার কাজে থাকা, এদিন সকালেই ফাইল করা হয় কেস। তবে কীসের ভিত্তিতে এই কেস, তা কোনও পরিবারের তরফ থেকে করা হচ্ছে কি না, তা নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে এদিন সকালেই আসছে ফরেন্সিকের বিশেষ দল। তাঁরা খতিয়ে দেখবেন অগ্নিকাণ্ডের সঠিক কারণ।
স্ট্যান্ডরোড অগ্নিকাণ্ডে মৃত নয়, আর্থিক অনুদানের কথা ঘোষমা করা হল প্রধানমন্ত্রীর তরফ থেকে। পরিবার পিছু দুই লক্ষ টাকা করে দেওয়া হবে।
স্ট্যান্ডরোড কাণ্ডে মোট মৃত্যের সংখ্যা ৯, এসএসকে এম থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে দেহ। দুই দেহ শনাক্তকরণে ধোঁয়শা। মধ্যরাতেই করা হয় ময়নাতদন্ত।