বাম কংগ্রেস একে অপরের হাত ধরে হাঁটছিল। সেখানে আব্বাস একটা ক্র্যাচ নিয়ে সেছে বলেন কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update 'সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট হচ্ছে', তৃণমূলকে তোপ দিয়ে শুরু বামদের ব্রিগেড
Election Live Update 'সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট হচ্ছে', তৃণমূলকে তোপ দিয়ে শুরু বামদের ব্রিগেড
রবিবার বামেদের ব্রিগেড। আর সেই জন্যই উৎসাহ তুঙ্গে কর্মী-সমর্থকদের। বামেদের ব্রিগেডে জন্য বাড়ি বাড়িতে তৈরি হচ্ছে ১০ লক্ষের খাবার। তরুণদের মন জয়ে এত ধরে শহরের ২২ জায়গায় পারফর্ম হয়েছে বাজি নাচ। এই নাচের পোশাকি নাম ফ্ল্য়াশমব। তবে এসবকেও ছাড়িয়ে যেত, যদি আসতেন বুদ্ধদেব। ব্রিগেডে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আসতেন পারছেন না। তিনি জানিয়েছেন, মাঠে ময়দানে কর্মীরা লড়াই করছেন। আর আমি গৃহবন্দি হয়ে রয়েছি। এত বড় সমাবেশ হবে অথচ আমি যেতে পারছি না। এটা আমার কাছে যন্ত্রনার।'২০২১ এর নির্বাচনের আগে বামেদের ভোট প্রচারের সবথেকে বড় সুযোগ ব্রিগেডের সভা। শক্তি দেখাতে কংগ্রেসও চাইছে সব জেলা থেকে কর্মীদের হাজির করতে। থাকবে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থকরাও। গুজরাট থেকেও আসছেন পরিযায়ী শ্রমিক।
- FB
- TW
- Linkdin
বাম কংগ্রেস একে অপরের হাত ধরে হাঁটছিল। সেখানে আব্বাস একটা ক্র্যাচ নিয়ে সেছে বলেন কটাক্ষ করেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
তৃণমূলের সঙ্গে বিজেপিকেও আক্রমণ সেলিমের। তিনি বলেন রাজ্যে তৃণমূল থেকে অনেকেই দল বদল করছেন চৈত্রমাসে সেলের সময় দল বদলের পরিমাণ আরও বাড়বে বলেও জানিয়েছেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন করোনাকালে বন্ধ হওয়া ট্রেন এখনও স্বাভাবিক করতে পারেনি বিজেপি। তারাই সোনার বাংলা গঠন করতে চাইছে।
বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রকাশ করেন ভূপেশ বাঘেলা। তিনি বলেন নেতাজির উত্তারাধিকারি হতে পারে না বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন তিনি।
লুঠপাটের সরকার নয়, জাতপাতেলর সরকার নয়। বাংলা চায় জনগণের সরকার।ব্রিগেড থেকে নতুন স্লোগান তুললেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি।
কে পেয়েছেন কেন্দ্রের ১৫ লক্ষ্য টাকা! প্রশ্ন তুললেন আব্বাস। পাশাপাশি তিনি আরও জানান, সারদা ও নারদা দেখেছে পশ্চিমবঙ্গ। এই দুর্নীতি আর নয়। বাংলা বাঁচানোর ডাক দিলেন আব্বাস।
বিগ্রেডের ময়দানে আব্বাসের উক্তিতে উচ্ছ্বাস। বিপুল সংখ্যাকে সাফ জানালেন আব্বাস আমাদের লুটপাটের সরকার প্রয়োজন নেই, জাতপাতের সরকারের প্রয়োজন নেই।
কৃষকেরা কয়েক হাজার টাকা চোকাতে না পাড়লেই তাদের থেকে জমি সম্পত্তি নিয়ে নেওয়া হয়। আর দেশে বড় লোকেরা কোটি কোটি টাকা লুট করে বেপাত্তা। কারুর চিন্তা নেই। তোপ দাগলেন আব্বাস।
করোনার ফান্ডের নামে প্রধানমন্ত্রী ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে রেখেছেন। তা দিয়েই চলছে ভোটের প্রচার, ও খরচ। ব্রিগেডের মাঠ থেকে হুঙ্কার আব্বাসের।
'মমতাকে জিরো করে দেখিয়ে দেব'- ব্রিগেডে জানালেন আব্বাস
আব্বাস সিদ্দিকি আসতেই স্বাগত জানাল প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরি সহ সকলেই
'রাজ্যে সব সরকারি শূণ্য পদ পূরণ করতে হবে' ব্রিগেডে জানালেন সূর্যকান্ত মিশ্র
'রাজ্য়ের শিল্পের প্রসার চাই'- ব্রিগেডে জানালেন সূর্যকান্ত মিশ্র
মঞ্চে সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র, মহঃম্মদ সেলিমরা
সমাবেশে অধীর-প্রদীপ-মান্নানেরা
'অভূতপূর্ব ব্রিগেড সমাবেশ'- ব্রিগেডে বললেন বিমান বসু
'রাজ্যে গণতন্ত্রের হত্যা হচ্ছে' , মইদুলের নামের সুরেই শুরু হল বামেদের ব্রিগেড
'সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করা হচ্ছে'- ব্রিগেডে তোপ বামেদের