পরবর্তী হিংসা অব্যাহত নদীয়ায় ।এবার নদীয়ায় কৃষ্ণনগরে তৃণমূল আশ্রিত দুস্কৃতির ছোড়া গুলিতে আহত বিজেপি সমর্থক।
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update-মমতার মুর্শিদাবাদ সফর নিয়ে BJP-র অভিযোগ, নির্বাচন শেষে সুপ্রিম কোর্টে যাবেন মুখ্যমন্ত্রী
Election Live Update-মমতার মুর্শিদাবাদ সফর নিয়ে BJP-র অভিযোগ, নির্বাচন শেষে সুপ্রিম কোর্টে যাবেন মুখ্যমন্ত্রী

রাজ্যে কোভিডে ভয়াবহ অবস্থা। এদিকে এখনও দুই দফা ভোট বাকি। সভা-রোড শোয়ের নির্বাচনী প্রচারে কমিশন নিষেধাজ্ঞা জারি করেছে। তারই সঙ্গে জানানো হয়েছে মানতে হবে কোভিড বিধি। তবে এবার কোভিড বিধি না মানার অভিযোগে ১৩ জন প্রার্থী এবং নেতার বিরুদ্ধে এফআইএর করল তাঁরা। শোকজ করা হল ৩৩ জনকে।
একদিকে গতরাতে সপ্তম দফা ভোটের আগে বেলগাছিয়ায় বিজেপি প্রার্থীর উপর হামলা, চলল গুলি । তেমনই অন্যদিকে ভোচের স্লিপ বিলি করার সময় এন্টালি বিধানসভা কেন্দ্রের এক মহিলা বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারের অভিযোগ।
কৃষ্ণনগরে তৃণমূল আশ্রিত দুস্কৃতির ছোড়া গুলিতে আহত বিজেপি সমর্থক
বাংলায় ভার্চুয়াল সভায় মোদী
বোলপুরে গীতাঞ্জলি অডিটোরিয়ামে মমতা-দেখুন সরাসরি LIVE
হুইলচেয়ারে করে গিয়ে তারাপীঠে পুজো দিলেন মমতা-দেখুন ভিডিও
খড়দহে বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজি-কাঠগড়ায় তৃণমূল
খড়দহ বিধানসভার বন্দিপুর ঠাকুর কলোনি এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গতকাল গভীর রাতে 15 জনের দুষ্কৃতী দল বাইকে করে এসে বিজেপি কর্মী বাড়ি লক্ষ্য করে বোমা বাজি করে এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি ।
নির্বাচন বিধি ভঙ্গ ইস্যুতে দিলীপ-মিঠুনের বিরুদ্ধে কমিশনে তৃণমূল সাংসদ সৌগত
নির্বাচন বিধি ভঙ্গ করার জন্য দিলীপ ঘোষকে সমস্ত মিটিং মিছিল থেকে এবং মিঠুন চক্রবর্তীকে সমস্ত মিটিং মিছিল থেকে বিরত করার জন্য ইলেকশন কমিশনকে অনুরোধ জানালেন টিএমসির সাংসদ সৌগত রায় তিনি বলেন নির্বাচন কমিশনের রীতি অনুযায়ী পাঁচশোর বেশি মানুষকে নিয়ে জনসভা করা যাবে না কিন্তু দিলীপ ঘোষ এবং মিঠুন চক্রবর্তী এই সব না মেনে হাজার হাজার মানুষকে নিয়ে মিটিং মিছিল করেছেন
করোনা পরিস্থিতির জন্য কেন্দ্রকে নিশানা পিকের
কৃষি ইস্যু নিয়ে বার্তা মোদীর
কোভিড আক্রান্ত মদনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল
কোভিড আক্রান্ত মদনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল
অধীরের খাসতালুক বহরমপুরে মমতা
কেউ বলছেন প্রশান্ত কিশোর অর্থাৎ পিকের লাস্ট মুহূর্তের 'ইলেকশন সাজেশন', কেউ বা বলছেন 'খেলা হবে' মুর্শিদাবাদের মাটিতেই। আর তার তদারকি করতেই স্বয়ং আচমকা শুক্রবার অধীরের খাসতালুক বহরমপুরে এসে হাজির হয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
' শেষ কেল্লা বাঁচাবার চেষ্টা করছে তৃণমূল'-বেলগাছিয়া ইস্যুতে বার্তা দিলীপের
কলেজ স্কোয়ার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাঠক ভ্রমণে এসে সাংবাদিক মুখোমুখি দিলীপ ঘোষ। বেলগাছিয়া গুলি চালানো নিয়ে নিয়ে তাঁর বক্তব্য,' শেষ কেল্লা টিএমসি বাঁচাবার চেষ্টা করছে ভয় দেখিয়ে কাউকে আটকানো যাবেনা। অনেকগুলি বন্দুক চালিয়েছে মানুষকে খুন করেছে ।কলকাতা ভদ্র মানুষ বোম মারলে কেউ বেরোই না তার পরেও মানুষকে আটকাতে পারেনি।'
নৈহাটিতে TMC-BJP সংঘর্ষ, জখম ১০
নৈহাটিতে TMC-BJP সংঘর্ষ, রাতভোর বোমাবাজিতে জখম ১০
''নির্মূল হবে তোলাবাজী- ১০ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আগে উন্নয়ন' -মোদী
শুক্রবার ভার্চুয়াল সভায় বিজেপিকে বিপুল সমর্থন করার জন্য মোদী কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলার মানুষকে। রাজ্য়ে বিজেপির ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারী, তোলাবাজী, সিন্ডিকেটের রাজত্বকে একেবারে নির্মূল করে দেবেন এবং বাংলার সামগ্রিক উন্নয়ন এবং সমৃদ্ধি হওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে সুষ্ঠুভাবে পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচন হবে। পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসায় স্বাচ্ছন্দ্য, শিল্পায়ন, কাঠামো, নারী শক্তি, সুস্বাস্থ্য, সমাজের সকল স্তরের মানুষের ঘরে ঘরে পানীয় জল সরবারহ এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সুযোগগুলি সরবরাহ করা হবে-কৃষিক্ষেত্রের সমৃদ্ধি নিশ্চিত করা হবে। মোদী আরও উল্লেখ করেছেন, ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগের সুযোগের পাশাপাশি পশ্চিমবঙ্গও যাতে তার ভাগ পায় তার ব্যবস্থাও করে দেওয়া হবে।
ওদিকে বেলগাছিয়ার পর উত্তাল তপসিয়া
একদিকে গতরাতে সপ্তম দফা ভোটের আগে বেলগাছিয়ায় বিজেপি প্রার্থীর উপর হামলা, চলল গুলি । তেমনই অন্যদিকে ভোচের স্লিপ বিলি করার সময় এন্টালি বিধানসভা কেন্দ্রের এক মহিলা বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারের অভিযোগ।
কোভিড বিধি লঙ্ঘনে ১৩ প্রাথী-নেতার বিরুদ্ধে FIR করল কমিশন
কোভিড বিধি লঙ্ঘনে ১৩ প্রাথী-নেতার বিরুদ্ধে FIR করল কমিশন
ভার্চুয়ালি জনসভা মোদীর
ভোটের মাঝে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আকস্মিক মৃত্যু রায়গঞ্জে
কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের আকস্মিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। মৃত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের নাম আদিত্য বর্মা। কেন্দ্রীয় বাহিনী সূত্রের খবর, লিভার জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আদিত্য বর্মার।এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
ভোটের মাঝে জামুরিয়ায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু
ভোটের মাঝে জামুরিয়ায় বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী
ভোটের মাঝে ভ্যাকসিন বার্তা মোদী সরকারের
বেনামী প্রচুর সম্পত্তির দায়ে অনুব্রতকে নোটিশ পাঠাল আয়কর দফতর
বেনামী প্রচুর সম্পত্তির দায়ে বীরভূমের ভোটের আগে অনুব্রতকে নোটিশ পাঠাল আয়কর দফতর