- এ এক অন্য মুখ্যমন্ত্রীকে দেখল উত্তরবঙ্গ
- গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিলেন
- সেখানে আদিবাসীদের নাচে পা মেলালেন
- পাত্র-পাত্রীদের হাতে তুলে দিলেন উপহার
উত্তরবঙ্গ সফরে গিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী। গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে পাত্র-পাত্রীদের হাতে উপহার তুলে দেন মমতা। সেখানেই আয়োজিত আদিবাসীদের নৃত্যেও পা মেলান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সেখানে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও, চা শ্রমিকদের উন্নয়নে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-অধিকারী পরিবারে কি আরও ফুটছে 'পদ্ম', সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন দিব্যেন্দু
ফালাকাটা থেকে চা শ্রমিকদের জন্য নানান সমস্যা সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। চা সুন্দরী প্রকল্পের জন্য ঘোষণা করেন ৫০০ কোটি টাকা। আগামী তিন বছরের মধ্যে গৃহহীনরা ঘর পাবেন বলেও আশ্বাস মুখ্যমন্ত্রীর। তিনি আরও বলেন, তৃণমূল যা বলে তাই করে। কারও কারও মতো ভোটের সময় সাধারণ মানুষকে মনে পড়ে না। অপপ্রচার ও চরিত্রহরন করা ছাড়া ওদের কোনও কাজ নেই বলে জানান তিনি।
#WATCH | West Bengal CM Mamata Banerjee dances during a mass marriage ceremony in Falakata of Alipurduar district. pic.twitter.com/zIDyhRDS7x
— ANI (@ANI) February 2, 2021
আরও পড়ুন-বাংলা দখলে বিজেপি করবে ৫টি মেগা 'রথ যাত্রা', কবে কোথায় জানুন সময়-সূচি
সেখান থেকে গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে হাজির বন-কনেদের হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁদের নতুন জীবনের শুভেচ্ছা জানান মমতা। সেই বিবাহ আসরের পাশেই আদিবাসী নৃত্য করছিলেন মহিলারা। তাঁদের নাচের তালে পা মেলান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত মহিলারা।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 2, 2021, 3:43 PM IST