- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে বিশেষ পোস্ট
- নেতাজী সুভাষচন্দ্র বোসের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট মোদীর
- নেতাজীর অবদানের স্মৃতিতে হাতজোর করে প্রণাম প্রধানমন্ত্রীর
- সুভাষচন্দ্রের তৈরি করা পথেই হাঁটার চেষ্টায় মোদী
২৩ জানুয়ারি কলকাতায় আসছেন মোদী। মূলত নেতাজী সুভাষ চন্দ্র বোসের (Netaji Subhas Chandra Bose) জন্মদিন উপলক্ষেই ঝটিকা সফরে কলকাতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা যাচ্ছে ২৩ জানুয়ারি বিকেল ৩ টেয় দমদম বিমান বন্দরে (Dumdum Airport) এসে পৌঁছনোর কথা মোদীর।
কলকাতায় পা রাখার আগেই নেতাজীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মোদী। নেতাজীর ছবির সামনে মাথা নত ও হাত জোর করে লিখেছেন, "নেতাজি সুভাষ চন্দ্র বসুর চিন্তাভাবনা ও আদর্শ আমাদেরকে এক গর্বে ভরা ভারত গড়তে সাহায্য করেই চলেছে। ওনার অবদান, কাজ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। এক শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং স্বনির্ভর ভারত, যার মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে তাঁর অবদান অনস্বীকার্য।"
May the thoughts and ideals of Netaji Subhas Chandra Bose keep inspiring us to work towards building an India that he would be proud of…a strong, confident and self-reliant India, whose human-centric approach contributes to a better planet in the years to come. pic.twitter.com/6UxeBoKJX7
— Narendra Modi (@narendramodi) January 22, 2021
প্রথমেই মোদী যাবেন জাতীয় গ্রন্থাগারে। এরপর আর্টিস্ট ক্যাম্পে। এরপর মূল অনুষ্ঠান নেতাজীর উপর আন্তর্জাতিক সেমিনারে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। তারপরই রওনা দেবেন তিনি ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। ভিস্যুয়াল মন্তাজ অর্থাৎ নেতাজীর উপরে কিছু তথ্যচিত্র দেখানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিক্টোরিয়ায় তাঁকে স্বাগত জানাতে রাজ্যের ও রাজস্থানের শিল্পীরা ড্রাম বাজাবে। এবং সেই যন্ত্রসঙ্গীত ৫ মিনিট ধরে নেতাজীর জন্মদিনের সঙ্গে মিল রেখেই বাজানো হবে। নেতাজীকে ঘিরে সেই প্রদর্শনী ঘুরে ঘুরে দেখবেন মোদী।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 22, 2021, 9:45 PM IST