সংক্ষিপ্ত
- ২৪ মার্চ বুধবার ৩ হেভিওয়েট সভা বাংলায়
- সকাল ১১টায় নির্বাচনী প্রচারে রাজ্যে মোদী
- বুধবার বাঁকুড়ায় ৩ সভা রয়েছে মমতারও
- একইদিনে মমতার সমর্থনে রাজ্যে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী
বুধবার ৩ হাইভোল্টেজ সভা বঙ্গে। একদিকে ২৪ মার্চ নির্বাচনী প্রচারে রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। অপরদিকে বুধবার বাঁকুড়ায় ৩ টি জনসভা রয়েছে মমতার। এর পাশাপাশি এদিনই আবার মমতার সমর্থনে জনসভা করতে রাজ্যে আসছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীও।
আরও পড়ুন, 'প্রার্থী কে হয়েছে ভূলে যান-ধরুন আমি হয়েছি-জিতলে সরকারটা আমার হবে', কোতলপুরে মমতা
বিজেপি সূত্রের খবর, নির্বাচনী প্রচারে রাজ্য সফরে কাঁথিতে আসছেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার বেলা ১১ টায় কাঁথি রেলওয়ে স্টেশন বোর্ড, প্রভূতি মাঠে জনসভা করবেন মোদী। পাশাপাশি মোদীর সভায় থাকতে পারেন শিশির অধিকারী। অপরদিকে, এদিনই মোদী সফরের দিনেই বাঁকুড়ায় ৩ টি জনসভা রয়েছে মমতার। রবিবারও শাহ- মোদী সফরের দিনেই পূর্ব মেদিনীপুরে সভা করেছিলেন মমতা। এবং মোদী রাজ্য থেকে দিল্লি রওনা দিতে প্রধানমন্ত্রীর পাল্টা বাঁকুড়ায় সভা করেছিলেন মমতা। বুধবার ফের কী বার্তা দেবেন মোদী-মমতা , তা জানতে অপেক্ষায় রাজ্যবাসী।
আরও পড়ুন, ইস্তাহারে তৃণমূলকে ছাপিয়ে গিয়েছে BJP, কী কী ক্ষেত্রে জানুন বিস্তারিত
অপরদিকে, বুধবারই মমতার সমর্থনে জনসভা করতে রাজ্যে আসছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীও। তৃণমূল সূত্রে খবর, ২৪ মার্চ বুধবার রাজ্যে ৩ টি হ্যাটট্রিক সভা করবেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তাকে কাজে লাগাতে আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলিতেই তাঁর সভাস্থল রয়েছে। এদিন সকাল ১১ টায় পুরুলিয়ার মানবাজারে প্রথম সভা করবেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী। দ্বিতীয়টি রয়েছে পুরুলিয়া বান্দোয়ানে। বেলা সাড়ে তিনটেয় তৃতীয় সভাটি বাঁকুড়ার তালডাঙায় করবেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।