- রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার
- গুলিতে জখম দুই জন
- পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ
- ভোটের আগেই সংঘর্ষের ঘটনাল এলাকায় আতঙ্ক
নতুন বছরের প্রথম দিনেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হল কোচবিহারের দিনহাটা। শুক্রবার রাতে দিনহাটা এক নম্বর ব্লকে রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। শুক্রবার রাতে গোলাগুলিতে আতঙ্ক ছডায় গোটা এলাকায়। হামলায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন একজন সবজি ব্যবসায়ী। জখম আরও এক সিভিক ভলান্টিয়ার।
আরও পড়ুন-কনকনে শীতেও বাংলায় বাড়ছে ভোটের উত্তাপ, রাজ্যে আসছে দুই কোম্পানির বাহিনী
ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার এক নম্বর ব্লকে। জানাগিয়েছে, শুক্রবার রাতে ওকলাবাড়ি গ্রামে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। বিজেপি সাংসদ নিশিথ প্রামানিকের বাড়ির সামনে দিয়ে কয়েকজন মহিলা তৃণমূলকর্মী টোটোতে করে বাড়ি ফিরছিলেন। সাংসদের বাড়ি থেকে কয়েকজন বিজেপি কর্মী ওই টোটো আটক করে। পরে ওই টোটোর উপর চড়াও হয় বলে অভিযোগ। এরপর, এদিন রাতে ওকলাবাড়ি গ্রামে গোলাগুলি শুরু হয়। দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন একজন সবজি ব্যবসায়ী ও একজন সিভিক ভলান্টিয়ার। গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দিনহাটার বিভিন্ন এলাকা। এদিন এলাকার ভেটাবাড়িতে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর করে বিক্ষোভ দেখানো হয়। সাংসদ নিশীথ প্রামানিকের বাড়ির সামনে সংঘর্ষে জড়ায় বিজেপি-তৃণণূল কর্মীরা। দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনার জেরে বন্ধ হয়ে যায় ভেটাবাড়ি বাজার। এরপর, ওকলাবাড়ি গ্রামে রাতে রাজনৈতিক সংঘর্ষে ব্য়াপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 2, 2021, 1:36 PM IST