সংক্ষিপ্ত

  • সাংসদরা অসম্মানিত হতেই দলত্যাগ করছেন 
  • আবার বেসুরো বীরভূম  তৃণমূল সাংসদ শতাব্দী
  • মমতা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন  
  • শুক্রবার তারাপীঠে পুজো দিয়ে বলেন শতাব্দী

 
'যারা দল ছেড়ে যাচ্ছেন নিশ্চয় তারা দলে সম্মান পাচ্ছেন না'  ফের বেসুরো বীরভূম সাংসদ তৃণমূলের শতাব্দী রায়। দলে থাকার আশ্বাস দিয়েই বিধায়ক, সাংসদরা সম্মান না পাওয়ায় দলত্যাগ করছেন বলে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

আরও পড়ুন, 'নন্দীগ্রাম থেকে আমিই লড়ব', শুভেন্দুর চ্যালেঞ্জের কথা মনে পড়েই কি গর্জে উঠলেন মমতা 

 

বেশ কিছুদিন ধরেই বেসুরো হয়েছিলেন শতাব্দী রায়। দলের সংসদের মান ভাঙাতে উদ্যোগী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত দলের রাজ্য সহ সভাপতির পদ দেওয়া আপাতত দলে রাখা হয়। সেই মুহূর্তে দলে থাকলেই শতাব্দীর দলত্যাগের জল্পনা হওয়ায় ঘুরছিল। এবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সভায় শতাব্দীর উপস্থিতির জল্পনা ঘুরে বেড়াচ্ছে। শুক্রবার সকালে তারাপীঠ পুজো দেন শতাব্দী রায়। পুজো দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, 'যারা দল ছেড়ে যাচ্ছেন নিশ্চয় তারা দলে সম্মান পাচ্ছেন না। সেটাও দলের নেতৃত্বের দেখা উচিত।' 

আরও পড়ুন, 'এবারের ভোটে ৫০ জন মহিলা প্রার্থী', ২৯৩ আসনে প্রার্থী তালিকা ঘোষণা মমতার 


প্রধানমন্ত্রীর ব্রিগেড সভায় যাওয়ার বিষয় উড়িয়ে দিয়ে শতাব্দী বলেন, 'দলের খারাপ সময়ে দল ছেড়ে যাওয়া উচিত হবে না। মমতা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তার জন্য আমাকে সভা, রোড শো করতে হবে।' দলের খারাপ অবস্থায় পি কে অনেকটা হাল ধরেছে বলে মনে করেন বীরভূম সাংসদ। তিনি বলেন, 'পি কে আসার ফলে সব কিছু রুটিন মাফিক চলছে। বিধায়ক, সাংসদ থেকে ব্লক সভাপতিদের নির্দিষ্ট রুটিন ধরে কাজ করতে হচ্ছে। এখন দলের অবস্থা অনেক ভাল হয়েছে।'