- টেট পরীক্ষা নিয়ে সরব শুভেন্দুর
- পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ
- এসএসসি পরীক্ষা নিয়েও তোপ
- এবারের টেট নিয়ে কী অভিযোগ বিজেপি নেতার
সদ্য় সমাপ্ত প্রাথমিক টেট নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। টেট ২০১৭-র প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে দাবি করলেন তিনি। শুধু তাই নয়, আরামবাগ লোকসভা কেন্দ্রের ভোট গণনায় তৃণমূল কারচুপি করেছে বলেও অভিযোগ করেন তিনি। গণনায় ইভিএম আটকে রাখা হয়েছিল বলেও দাবি করেন।
সোমবার পূর্ব বর্ধমানে একটি সভা করেন শুভেন্দু। সদ্য শেষ হওয়া টেট পরীক্ষা নিয়ে গুরুতর অভিযোগ আনেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জনসভা থেকে শুভেন্দুর দাবি, ''গতকাল টেট পরীক্ষা ছিল। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হলেও, ১১.৪০ মিনিট থেকে সবার মোবাইলে টেটে প্রশ্নপত্র ঘুরছে। ২০১৪ সালের পর থেকে আর এসএসএসি পরীক্ষা হয়নি''।
২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল রবিবার। গত ডিসেম্বর মাসে এই পরীক্ষার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই পূর্ব ঘোষণা মতো টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা সংসদ। শেষ হওয়া এই টেট পরীক্ষায় প্রশ্নপত্রের ফাঁসের অভিযোগ নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও, এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 1, 2021, 7:09 PM IST