সংক্ষিপ্ত
- দিলীপের 'পাকা আম'-র পাল্টা জবাব দিলেন এবার ফিরহাদ
- পোড় খাওয়া রাজনীতিবিদের মতোই দিলীপের কথাকেই মেনে নিলেন
- মেনে নিয়ে পুরো মানেটাই দিলেন উল্টে, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম
- রীতিমত সহানুভূতির শব্দবাণে এফোড় ওফোড় করলেন তিনি
বছর শেষের পথে শাসক ও বিরোধি দলের বিতর্কিত মন্তব্যের ঝড় চলেছে। প্রতিক্রিয়ার পাল্টা জবাবের জন্য বেশি অপেক্ষা করতে হচ্ছে না। কারণ বিধানসভার ভোটের বাইজ গজে ইতিমধ্য়েই ইয়োর্কার ফেলা শুরু হলেও বিপক্ষ দলও বাউন্ডারি ছাড়াতে বেশি সময় নিচ্ছে না। এবার দিলীপ ঘোষের মন্তব্য়কে একহাত নিলেন ফিরহাদ হাকিম।
'গাছ পাকা আমই ভাল,কার্বাইডে পাকানো আম ভাল নয়'
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের 'পাকা আম' মন্তব্য়কে ঘিরে এবার পাল্টা জবাব দিলেন রাজ্য়ের পুরমন্ত্রী ফিরহাদ। দিলীপের সুর টেনে তিনি বললেন,' মমতা বন্দ্য়োপাধ্য়ায় একজন বড় আম গাছ। কিছু পচা আম ঝরে পড়ছে। দিলীপ বাবু ঠিকই বলেছেন।' প্রসঙ্গত, রবিবার সাতসকালে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে চা চক্রের আসরে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, অনেক আম পেকেছে তৃণমূলে। শুধু পড়ার অপেক্ষা। গাছ পাকা আমই ভাল। কার্বাইডে পাকানো আম ভাল নয়।' এরপরেই আর মেজাজ ধরে রাখতে পারেননি ফিরহাদ।
' ওনার মানসিক রোগ আছে, চিকিৎসা করাতে হবে'
ফিরহাদও একহাত নিয়ে বললেন-' ওনার মানসিক রোগ আছে, চিকিৎসা করাতে হবে।' তৃণমূলকে নিয়ে কোনও মন্তব্য করার আগে বিজেপির রাজ্য সভাপতিকে নিজের দল সামলোনোর পরামর্শও দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পাশপাশি রাজীবের পোস্টার নিয়ে বললেন,' বিজেপির কিছু লোক করছে, রাজীব আমাদের মধ্যেই আছে'। একুশের নির্বাচনকে পাখির চোখ করে শব্দবাণ নিক্ষেপ করতে কেউই ছাড়ছেন না। তবে কাল কী হবে, শেষ কথা বলবে আমজনতাই। তাই ঘটে আসা ধারাবাহিক দৃষ্টিভঙ্গিতে উলটপূরাণ হওয়াটাও অসম্ভব কিছু নয়।