সংক্ষিপ্ত

 

  • নির্বাচনে পার্থী হলেও রায়দিঘিতে আর নেই দেবশ্রী।
  •  'টোটো কেলেঙ্কারি নিয়ে  আমার বিরুদ্ধে অপ্রচার হচ্ছে'
  • 'হুমকি ফোন করছে দলের লোকেরাই', জানালেন দেবশ্রী
  •  রায়দিঘির পরিবর্তে কোনও কেন্দ্র পছন্দ এই বিধায়কের


২০২১ এর বিধানসভা নির্বাচনে পার্থী হলেও রায়দিঘিতে আর নেই দেবশ্রী। 'আর রায়দিঘি থেকে ভোটে দাঁড়াতে চাইছি না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। খুব দ্রুত দলকে সেটা জানিয়ে দেব', এমনটাই জানিয়েছেন  দক্ষিণ ২৪ পরগণার আসনের দুই বারের বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়।

আরও দেখুন, আজ বাংলা সফরে নাড্ডা, যাবেন বঙ্কিমচন্দ্র-বিভূতিভূষণের বাড়ি, দেখুন ছবিতে-ছবিতে  

 

 


 কিন্তু কেন আচমকা এই সিদ্ধান্ত ?

দেবশ্রী রায় জানিয়েছেন, 'আমি অনেক অপমানিত, অনেক বিরক্ত হয়েছি। টোটো কেলেঙ্কারি নিয়ে অনেক অপবাদ সহ্য করতে হয়েছে। দলেরই একাশ এটা করছে। এমনকি ফোনে হুমকিও দেওয়া হচ্ছে। দলের লোকেরাই দিচ্ছে। তাঁরা চায় না আমি রায়দিঘি থেকে পার্থী হই, বিধায়ক হই। টোটো কেলেঙ্কারি নিয়ে  আমার বিরুদ্ধে অপ্রচার করা হচ্ছে। সেসব কথা নেত্রীকে জানিয়েছি। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় রায়দিঘি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

আরও দেখুন, Election Live Update-আজ বাংলা সফরে নাড্ডা, নীলবাড়ি দখলে এবার বিজেপির 'LED যাত্রা'য় মোদীর বার্তা 

 

 

তবে কি অন্য কোনও কেন্দ্র থেকে পার্থী হবেন দেবশ্রী ?

দেবশ্রী বলেছেন, এবিষয়ে কোনও আলোচনা হয়নি। সেটা দল সিদ্ধান্ত নেবে। রায়দিঘির পরিবর্তে কোনও কেন্দ্র পছন্দ তার, এবিষয়েও চুপ থাকেন দেবশ্রী। তবে সম্প্রতি দলে থেকে অত্যাচারিত-অপমানিত-লাঞ্ছিত হওয়ার কাহিনী বলেছিলেন কুণাল ঘোষও। এবার কি সেই পথেই দেবশ্রীও, চাপানউতোর রাজনৈতিক মহলে।