সংক্ষিপ্ত
- বিএসএফ কর্মী সেজে গাঁজা পাচার
- গ্রেফতার হল ২ জালিয়াত
- ধৃতদের থেকে উদ্ধার ৯৪ কেজি গাঁজা
- মিলেছে ভুয়ো পরিচয়পত্রও
একে বলে বাঘের ঘরে ঘোঘের বাসা। বর্ডার সিকিউরিটি ফোর্সের পোশাক পরে পাচার করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ৯৪ কেজি গাঁজা।
আরও পড়ুন: সুপ্রিমকোর্ট খারিজ করল পবনের আবেদন, রাত পোহালেই নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি নিয়ে এখনও ধন্দ
দুই শ্রীমান কেবল বিএসএফের পোশাকেই নয় সবুজ একটা জিপসি গাড়িতে করে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। ধৃতদের থেকে ভুয়ো পরিচয়পত্রও উদ্ধাও হয়েছে।
আরও পড়ুন: দলজিতের সঙ্গে তাজ দর্শন থেকে সাইকেলে চড়ে ভ্রমণ, ভারতীয়দের সৃজনশীলতায় মুগ্ধ ইভাঙ্কা
গত ২৯ ফেব্রুয়ারি দুই অভিযুক্তকে গ্রেফতার করে বর্ডার সিকিউরিটি ফোর্স। কদমতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: শীতের পর বসন্তেও জারি আবহাওয়ার খামখেয়ালিপনা, কলকাতা সহ রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা
দুই যুবক ভুয়ো বিএসএফ কর্মী সেজে এলাকায় ঘুরছে বলে গোপান সূত্রে খবর এসেছিল বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছ। এরপরেই অভিযান চালিয়ে দুই জালিয়াতকে গ্রেফতার করা হয়। তাদের গাড়ি থেকে ৯৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। মিলেছে বিএসএফের ভুয়ো পরিচয়পত্রও।