সংক্ষিপ্ত

১ জুলাই পূর্ব মেদিনীপুরের মরিশদাতেই দুর্ঘটনার কবলে পড়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। সেবার সামনে থেকে আসা একটি ট্রাক ধাক্কা মেরেছিল শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে থাকা একটি গাড়িকে। সেযাত্রাতেও রক্ষা পেয়েছিলেন শুভেন্দু। সোমবার যেখানে ঘটনাটি হয়েছে সেখান থেকে আগের দুর্ঘটনাস্থল সামান্য কিছু দূরে।

আবারও দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের বেতালিয়ার মারিশদা এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর  কনভয়ের একটির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তবে তাঁর গাড়ির কোনও ক্ষতি হয়নি। শুভেন্দ অধিকারীও সুস্থ রয়েছে। তাঁরও চোট আঘাত লাগেনি। 

মেদিনীপুর থেকে কলকাতায় ফিরছিলেন শুভেন্দু। সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে বেতালিয়া থাকার মারিশদা এলাকার ১১৬ বি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারির কনভয়ের একটি গাড়ি। উল্টো দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে শুভেন্দুর কনভয়ের একটি গাড়িকে। সংশ্লিষ্ট গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন। দুর্ঘটনার জেরে গাড়ির একটি চাকা ভেঙে গিয়ে জখম হয়েছে চালক। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কোনও ক্ষতি হয়নি। 

এই ঘটনার পরই রাস্তায় থমকে যায় শুভেন্দু অধিকারীর কনভয়ে। তৈরি হয় যানজট। ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি সামাল দেয়। সূত্রের খবর ঘাতক লরিটি ভূবনেশ্বর যাচ্ছিল। হলদিয়া থেকে প্ল্যাস্টিক নিয়ে ফিরে যাচ্ছিল। তবে দুর্ঘটনার পরই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। 

১ জুলাই পূর্ব মেদিনীপুরের মরিশদাতেই দুর্ঘটনার কবলে পড়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। সেবার সামনে থেকে আসা একটি ট্রাক ধাক্কা মেরেছিল শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে থাকা একটি গাড়িকে। সেযাত্রাতেও রক্ষা পেয়েছিলেন শুভেন্দু। সোমবার যেখানে ঘটনাটি হয়েছে সেখান থেকে আগের দুর্ঘটনাস্থল সামান্য কিছু দূরে।