সংক্ষিপ্ত

'কর্ম নিশ্চয়তা প্রকল্প'এর কোটি কোটি টাকার জালিয়াতি। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাঘব বোয়ালদের পর্দা ফাঁস করতে মুর্শিদাবাদে  বিশেষ প্রতিনিধি দল।

আদালতের নির্দেশে 'কর্ম নিশ্চয়তা প্রকল্প'এর কোটি কোটি টাকার জালিয়াতির তদন্তে মুর্শিদাবাদের বিশেষ প্রতিনিধি দল, রাঘব বোয়ালদের পর্দা ফাঁস। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে ১০০ দিনের কর্ম নিশ্চয়তা প্রকল্পের কাজে কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগে আদালত প্রেরিত ২ বিশেষজ্ঞ কমিটির সদস্য এলেন ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনে।

আরও পড়ুন, WBCS-র প্রশ্নে 'সবুজ সাথী', 'সরকার নিজের প্রকল্পের বিজ্ঞাপন দিচ্ছে', বিস্ফোরক শুভেন্দু

 সোমবার  মুর্শিদাবাদ জেলা জুড়ে এই খবর চাউর হতেই সব মহলে ব্যাপক চাপান উতোর শুরু হয়েছে। বিশেষ সূত্র মারফত জানা যায়, ঐ প্রতিনিধিদলটি সংবাদমাধ্যমের নজর এড়িয়ে প্রথমে যান ভারত বাংলা সীমান্তবর্তী কাশিমনগর এলাকায়। পরে  বিভিন্ন এলাকায় যান। রাস্তাঘাট সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয় লোকজনের সঙ্গেও কথা বলেন তাঁরা। যদিও, প্রতিনিধিরা এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি সংবাদমাধ্যমের সামনে। এবিষয়ে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীরণকৃষ্ণ মণ্ডল বলেন, প্রতিনিধি দল তদন্ত করছে। তদন্ত শেষে রিপোর্ট হাইকোর্টে পেশ করবে। এর বেশি কিছু বলার নেই এই মুহূর্তে"।প্রসঙ্গত আরোও জানা যায়, এলাকার শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রধান মৌমিতা সাহার বিরুদ্ধে এলাকার রাস্তার তৈরিতে প্রায় ১ কটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। সেইমতো২০১৯সালে হাইকোর্টে একটি মামলাও দায়ের হয়। আদালত তদন্তের নির্দেশ দেয়। 

"

আরও পড়ুন, পদ থেকে কি সরছেন দিলীপ ঘোষ, BJP-র ৩ দিন ব্যাপী সাংগঠনিক বৈঠকে নজর সবার

জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে কলকাতা থেকে ওই পঞ্চায়েতে আসেন আইনজীবী কল্লোল বসু এবং পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক। তাঁরা প্রথমে পঞ্চায়েত ভবনে কাগজপত্র খতিয়ে দেখেন। তারপর, ১০০দিনের কাজের প্রকল্পে নির্মিত রাস্তাগুলি তদন্ত শুরু করেন। এলাকার ২৩টি রাস্তা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিনিধি দলটি  কাশিমনগর ছাড়াও বালিয়াঘাট ও নিজামপুরের একাধিক রাস্তা ঘুরে দেখেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। আদালতের এমন নির্দেশে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন ব্যাপকভাবে। এলাকাবাসীরা বলেন, এবার যদি সঠিক পথে তদন্ত রিপোর্ট আদালতে জমা পড়ে তাহলে বড় বড় রাঘব বোয়ালের রাতের ঘুম উড়ে যাবে।'

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

YouTube video player