সংক্ষিপ্ত
- অক্সিজেন প্ল্যান্ট নিয়ে রাজনীতি
- রাজনৈতিক ফায়দা তুলছেন অধীর চৌধুরি
- বিস্ফোরক প্রাক্তন অধীরশিষ্য তৃণমূল নেতা
- কান্দির বিধায়ক অপূর্ব সরকারের অভিযোগ অধীরের বিরুদ্ধে
'বুমেরাং' আক্রমণ ধেয়ে এলো খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দিকে। তাও আবার তারই একসময়ের 'শিষ্য' বলে পরিচিত বর্তমানে তৃণমূলের দাপুটে নেতা তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের কাছ থেকে। শুক্রবার এই ঘটনায় শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে।
একদিকে যখন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'অক্সিজেন প্ল্যান্ট' ইস্যুতে ব্যাপকভাবে সোচ্চার হতে দেখা গিয়েছে অধীর বাবুকে। তারই পাল্টা হিসেবে মুর্শিদাবাদ জেলার তৃণমূলের দাপুটে নেতা তথা কান্দির বিধায়ক ও একসময়ের অধীরের ছায়াসঙ্গী বলে পরিচিত অপূর্ব সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলায় 'অক্সিজেন প্ল্যান্ট' নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধেই রাজনীতিক দূরভিসন্ধির অভিযোগ তুলে সরব হন।
তিনি বলেন,'অধীর চৌধুরী এখন সব কুল হারিয়ে রাজনৈতিক দুরভিসন্ধি সফল করতে নাটক করতে নেমেছে। জেলায় বহরমপুর, কান্দি, সাগরদিঘি, ডোমকল, ইত্যাদি জায়গায় অক্সিজেন প্ল্যান্ট তৈরি করছে ডিআরডিও। কিন্তু অধীরবাবু বিভিন্ন সংবাদ মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন তাঁর চেষ্টাতেই নাকি তৈরি হচ্ছে ওই প্ল্যান্ট। অথচ রাজ্য সরকার প্রায় একমাস আগে কেন্দ্রীয় সরকারের কাছে ৭০টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির জন্য আর্জি জানিয়েছে। সেইমতো পূর্ত দপ্তরকে অক্সিজেন প্ল্যান্ট তৈরির বরাত দিয়েছে ডিআরডিও। কিন্তু অধীরবাবু মানুষকে বিভ্রান্ত করে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার চেষ্টা করছেন বলে প্রচার করছেন"।
এদিকে, পাল্টা অধীর চৌধুরীর রাজনৈতিক সচিব জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, সত্যতা না জেনে উল্টো পাল্টা বকছেন অপূর্ববাবু। একমাত্র অধীর বাবুর জন্যই মুর্শিদাবাদে কোভিড আক্রান্তদের জন্য অসাধ্য সাধন হতে চলেছে"। আরে পুরো ঘটনায় রাজনৈতিক মহল মনে করছে, প্রদেশ কংগ্রেস সভাপতিকে শিক্ষা দিতেই তৃণমূল বুমেরাং হিসেবে মাঠে নামিয়েছে অধীরের একসময়ের রাজনৈতিক 'শিষ্য' বর্তমানে তৃণমূলের বিধায়ককে।