সংক্ষিপ্ত
'তৃণমূলের তাবেদারি করছে পুলিশ', আসানসোল লোকসভা উপনির্বাচনের সকালে বারবনির বুথে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।'বিজেপি এজেন্টকে কেন বুথে ঢুকতে দেওয়া হয়নি', অভিযোগের আঙুল উঁচিয়ে এদিন সকালে পুলিশের দিকে তেড়ে যান তিনি।
'তৃণমূলের তাবেদারি করছে পুলিশ', আসানসোল লোকসভা উপনির্বাচনের সকালে বারবনির বুথে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। 'বিজেপি এজেন্টকে কেন বুথে ঢুকতে দেওয়া হয়নি', অভিযোগের আঙুল উঁচিয়ে এদিন সকালে পুলিশের দিকে তেড়ে যান তিনি। আসানসোল উপনির্বাচনে বারাবনির ২৪১ নং বুথে পুলিশের ভূমিকায় রীতিমত ক্ষুব্ধ অগ্নিমিত্রা। যদিও ক্ষোভের আগুনের মাঝেই এদিন আবার সাতসকালে নিজের ভোটটাও সারলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তবে এখানেই শেষ নয়, ভোট শুরুর পর পরই অভিযোগের পাহাড় আসানসোলে। আসানসোলের বারবনিতে অভিযোগ উঠেছে যে, একজনের হয়ে অপরজন ভোট দিচ্ছেন। তড়িঘড়ি করে রিপোর্ট তলব করে কমিশন। এরপরেই সরিয়ে দেওয়া হয় প্রিসাইডিং অফিসারকে।
মঙ্গলবার সকাল সকাল ভোট দিতে আসেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তবে এদিন ভোট শুরু পরেই রাজ্যপুলিশের বিরুদ্ধে অভিযোগের ক্ষোভে ফেটে পড়েন তিনি। একেতো তাঁদের উপস্থিতি কেন বুথে ভিতরে থাকবে, এনিয়ে ক্ষেপে যান। তার উপর বিজেপি এজেন্টকে বুথে ভিতর ঢুকতে না দিতে রুদ্র মূর্তি ধারণ করেন তিনি। এদিন সকালে আঙুল উঁচিয়ে পুলিশের দিকে তেড়ে যান অগ্নিমিত্রা। তার স্পষ্ট প্রশ্ন, 'বিজেপি এজেন্টকে কেন বুথে ঢুকতে দেওয়া হয়নি'। এই ঘটনার পরেই পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। 'তৃণমূলের তাবেদারি করছে পুলিশ', বলতে শোনা যায় অগ্নিমিত্রাকে। তবে সকালে ভোটের শুরু হওয়ার পরেই একের পর এক অভিযোগ আসতে থাকে আসানসোল থেকেই। আসানসোলের বারবনিতে অভিযোগ উঠেছে যে, একজনের হয়ে অপরজন ভোট দিচ্ছেন। তড়িঘড়ি করে রিপোর্ট তলব করে কমিশন। এরপরেই সরিয়ে দেওয়া হয় প্রিসাইডিং অফিসারকে।
আরও দেখুন, Live By-Elections আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে আজ উপনির্বাচন, ভোট দিতে লাইন মানুষের
প্রসঙ্গত, আসানসোল লোকসভা কেন্দ্রে কোনওদিনই জয় করতে পারেনি তৃণমূল কংগ্রেস। বামেদের থেকে বিজেপি নিয়েছে এই আসন। দোলা সেন, মুনমুন সেনের মতো দুই প্রার্থীই দুবার বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয়োর কাছে হেরে গিয়েছেন। তবে কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাবার পর অনেক জলঘোলা শেষে বিজেপি সংসদ পদ ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল। ঘটনাচক্রে দুবারের সেই আসানসোল জয়ী বাবুল এবার বিজেপির বিরুদ্ধেই লড়বেন বালিগঞ্জ উপানির্বাচন থেকে। এবং তাঁর ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাই স্বাভাবিকভাবেই এবার আসানসোল জয়ের জন্য মরিয়া তৃণমূল। চাপের মুখে অগ্নিমিত্রাও। চ্য়ালেঞ্জও বটে। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরের পরপর দুবারের লোকসভা ভোটের জয়কে এবারেও ধারাবাহিক সিলমোহর বসাতে চান অগ্নিমিত্রা।