সংক্ষিপ্ত

বুধবার বেলা ১১ টার পরে বিভিন্ন পৌরসভাতে সেই বোর্ড গঠন করা হবে৷ পৌর নির্বাচনী প্রার্থী তালিকা নিয়ে যে ক্ষোভ দলের কর্মী কোন্দল হয়েছিল সেটা সামাল দিতেই আগে বৈঠক করে কর্মীদের সামনে রাজ্যের দেওয়া তালিকা খাম খুললেন নেতারা৷
 


পুরভোটে প্রার্থী পদ নিয়ে হয়েছিল নানা জটিলতা। এমনকী নির্দল খোঁচায় বিদ্ধ হতে হতে হয়েছিল শাসক তৃণমূলকে। এবার প্রার্থী তালিকা বিভ্রান্তির কথা মাথায় রেখে বোর্ড গঠনের আগের রাতেই তৃণমূলের পক্ষ থেকে বৈঠকে রাজ্যের খাম খুলে পদ ঘোষনা পশ্চিম মেদিনীপুরের ৭ পুরসভার(municipalities of West Midnapore)। যা নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানউতর। তবে দলের তরফে ফের সকলকে এক একবার দলীয় শৃঙ্খলা নিয়ে সতর্কও করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার সাত পুরসভার পুরপ্রধান ও উপ পুরপ্রধান পদের ঘোষনা করলেন জেলার নির্বাচনী দায়ীত্বে থাকা দুই কো-অর্ডিনেটর মানস রঞ্জন ভুঁঞা, অজিত মাইতি৷ মঙ্গলবার সন্ধায় মেদিনীপুর শহরের একটি লজে একটি বৈঠকে এই ঘোষনা করা হয়েছে৷ জেলার দুই সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি সহ সাত পুরসভার নব নির্বাচিত কাউন্সিলাররাও উপস্থিত ছিলেন এই বৈঠকে৷

বুধবার বেলা ১১ টার পরে বিভিন্ন পৌরসভাতে সেই বোর্ড গঠন করা হবে৷ পৌর নির্বাচনী প্রার্থী তালিকা নিয়ে যে ক্ষোভ দলের কর্মী কোন্দল হয়েছিল সেটা সামাল দিতেই আগে বৈঠক করে কর্মীদের সামনে রাজ্যের দেওয়া তালিকা খাম খুললেন নেতারা৷ এদিন বৈঠকে সমস্ত কাউন্সিলারদের প্রথমেই দলের শৃঙ্খলা বিষয়ে সতর্ক করা হয়েছে৷ পরে দলের রাজ্য নেতাদের দেওয়া তালিকা মানতে বাধ্য হতে হবে বলেও ঘোষণা করে দেন নেতারা৷ এরপর রাজ্য নেতৃত্বদের মুখবন্ধ খাম খোলা হয় সকলের সামনে৷ পরে সেই খামের ভেতরে থাকা তালিকা ঘোষনা করেছেন পৌরসনির্বাচনী কো-অর্ডিনেটর অজিত মাইতি৷

আরও পড়ুন- পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন, অকুস্থল পরিদর্শনে এলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার

আরও পড়ুন- অসম-বাংলা সীমান্তে ট্রাক থেকে উদ্ধার অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, গ্রেফতার দুই পাচারকারী

আরও পড়ুন- বিএসএফ-র তৎপরতায় আটকাল পাচার, সীমান্তরক্ষী বাহিনীর হাত ধরেই বাংলাদেশে ফিরে গেল ২ যুবতী

এই প্রসঙ্গে বলতে গিয়ে অজিত মাইতি এদিন বলেন, “তালিকা অনুযায়ী পদ গ্রহন করবেন সকলে৷ কোথাও কোনো সমস্যা নেই৷” অন্যদিকে অপর কো-অর্ডিনেটর মানস রঞ্জন ভুঁঞা বলেন, “দলের সকলকে বিনয়ী হতে হবে৷ মানুষের জন্য কাজ করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷” মেদিনীপুর পৌরসভাতে এবার ১০ মহিলা প্রার্থী নিয়ে জয়ী করিয়েছেন বলে দাবি মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার৷ তিনি বলেন, “মহিলা ব্রিগেড একটা বিশেষ নজির রাখছে পৌরসভাতে৷ ১০ জন জয়ী কাউন্সিলার রয়েছে ২৫ টি ওয়ার্ডের মধ্যে৷ তাই এবার মেদিনীপুর পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে প্রবীন মহিলা কাউন্সিলার অনিমা সাহা দায়ীত্ব নিচ্ছেন৷” তবে নতুন বোর্ড গঠনের পর সেখানে নতুন করে কোনও আর জটিলতা দেখা যাবে না বলেই মত দলীয় নেতৃত্বের। এখন দেখার সময় কী বলে।