সংক্ষিপ্ত

  • পূর্ব বর্ধমানের অন্যতম নামকরা পুজো বেলপুকুর কিশোর সংঘ
  • ১৮ বছরে পা দিল এই পুজো
  • পুজোর থিম  "প্রাচীনপট বৃক্ষমাঝে, মা এলেন নবসাজে"
  • পুজোর দিনগুলিতে হয় সামাজিক কাজকর্মও
     

পূর্ব বর্ধমান জেলার বেলপুকুর এলাকার কিশোর সংঘের পুজো স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। পুজোর দিনগুলিতে মণ্ডপে আগমন হয় বহু মানুষের। সবসময়ই অভিনবত্ব দেখিয়ে এসেছ এই পুজো। এবার ১৮ বছরে পদার্পণ করল বেলপুকুর কিশোর সংঘের পুজো। প্রাচীন পট শিল্পকে গুরুত্ব দিয়ে এবার এই পুজোর থিম "প্রাচীনপট বৃক্ষমাঝে, মা এলেন নবসাজে"। পুজোর বাজেট ৫ লক্ষ টাকা।

পুজোর দিনগুলিতে  বেলপুকুর কিশোর সংঘের পক্ষ থেকে একাধিক সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়। পুজো উদ্বোধনের দিন হবে দুঃস্থদের বস্ত্রবিতরণ। এছাড়াও ছোটদের জন্য আয়োজন করা হবে বসে আঁকো প্রতিযোগিতার।