সংক্ষিপ্ত

  •   লিলিুয়া হোমে কিশোরীর উপর সেফটিপিন ফুটিয়ে অত্য়াচার
  • হোমে কিশোরী নির্যাতনে ডেপুটেশন দিলেন অগ্নিমিত্রা  
  •  মমতার বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ অগ্নিমিত্রার 
  •  লিলুয়া হোমে আরও একটা পুরুলিয়া হচ্ছে না তো, উঠেছে প্রশ্ন

হোমে কিশোরী নির্যাতনে এডিএমকে ডেপুটেশন দিলেন অগ্নিমিত্রা। কিশোরীর উপর সেফটিপিন ফুটিয়ে অত্য়াচারের ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া হোমে।বাংলার নারী সুরক্ষা-নিরপত্তার পর এবার প্রশ্নের কাঠগড়ায় উঠল শিশু সুরক্ষা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ আনলেন বিজেপি মোর্চার রাজ্য় সভানেত্রী অগ্নিমিত্রা পল।

 

আরও পড়ুন, শুধু 'চাল চুরি' নয়, 'মোদীর দেওয়া প্রকল্পের নামও চুরি করেন মুখ্যমন্ত্রী', মমতাকে তোপ নাড্ডার

 

 

আরও পড়ুন, BJP কর্মীদের উপর 'হামলা' তৃণমূলের, অবস্থা আশঙ্কাজনক, রণক্ষেত্র চন্দ্রকোণা

 

এদিন  বিজেপি মোর্চার রাজ্য় সভানেত্রী অগ্নিমিত্রা পল বলেন, 'মিথ্যের উপর ভিত্তি করে একটা সরকার চলছে। মমতা বন্দ্য়োপাধ্যায় যেরকম মিথ্য়ে কথা বলেন, তিনি তাঁর সাকরেদেরও তেমনই মিথ্য়ে কথা বলা শিখিয়েছেন। রাজ্যে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী লিলুয়া হোমে এসে দাবি করেছিলেন ওই হোমের তিন আবাসিকের নামে অভিযোগ উঠছে যে তাঁরা এই হোমে থাকেন না। কিন্তু আজ এডিএম জানিয়েছেন অভিযুক্তরা এখানেই নাবালিকার সঙ্গেই ছিল। সুতরাং এ থেকেই প্রমাণ হয় অনন্যাদেবী ডাহা মিথ্য়ে কথা বলছেন।'

আরও দেখুন, Election Live Update- আজ বর্ধমানে রোড শো করবে তৃণমূল যুব কংগ্রেস, নাড্ডাকে জবাব দিতে প্রস্তুতি তুঙ্গ

 

এরপর অগ্নিমিত্রা পল প্রশ্ন তোলেন, 'কীকরে হোমের মধ্যে এই অত্যাচার চলল। কোয়ারেন্টিনে একই রুমে এই চারটি মেয়েই ছিল।আর সেখানেই এই অত্যাচার হল।অথচ হোমের সুপারভাইজার, মেট্রন এরা কী করলেন।' এরপরে তিনি বলেন, 'পুরুলিয়ার হোমের ঘটনাই যে লিলুয়া হোমে হচ্ছে না, তার গ্য়ারান্টি কোথায়।'