সংক্ষিপ্ত
ময়নাগুড়িতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে খাট থেকে পড়ে গেলেন শুভেন্দু অধিকারী।
ময়নাগুড়িতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে খাট থেকে পড়ে গেলেন শুভেন্দু অধিকারী। এদিন উত্তরবঙ্গের ময়নাগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে উত্তরবঙ্গে পৌছন শুভেন্দু অধিকারী। আর তারমাঝেই বিপত্তি। উত্তরবঙ্গের ময়নাগুড়িতে নির্যাতিতা কিশোরীর বাড়ি দেখা করতে গিয়ে খাটে বসেন। এমনই সময় খাটটি হুড়মুড় করে ভেঙে পড়ে। টাল সামলাতে না পেরে পড়ে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন ময়নাগুড়িতে নির্যাতিতার পরিবারের কাছে যান শুভেন্দু অধিকারী এবং উত্তরবঙ্গের বিজেপির শীর্ষ নের্তৃত্ব। সেখানে গিয়ে নির্যাতিতা কিশোরীর বাড়িতে ঘরের খাটে আরাম করে বসেন। আর তখনই আচমকা ভেঙে পড়ে খাটটি। এরপরেই টাল সামলাতে না পেরে পড়ে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর ধাতস্ত হতে কিছু সময় লেগে যায় শিশির পুত্রের। এই ঘটনার পর তিনি কথা বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের ময়নাগুড়িতে ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়। অপমান ঢাকতে আত্মহত্যার পথ বেছে নেয় ওই নাবালিকা।গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করার পরে আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন, 'মিড ডে মিলের টাকা মারতেই স্কুলে গরমের ছুটি', শুভেন্দু-দিলীপদের তোপের মুখে মমতার সরকার
ময়নাগুড়িকাণ্ডের পর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে নির্যাতিতার। কয়েকদিন আগেই সিবিআই তদন্তের জন্য সরব হয়েছিলেন ময়নাগুড়িকাণ্ডের পর নির্যাতিতার বাবা। আচমকাই ৩৬০ ডিগ্রি ভোলবদল। পুলিশি পদক্ষেপে তিনি খুশি, রাজ্য পুলিশেই আস্থা রয়েছে বলে জানিয়েছেন ময়নাগুড়ির নির্যাতিতার বাবা। কিন্তু যে কয়েকদিন আগেও কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার উপর ভরসা পাচ্ছিল, সিবিআই তদন্ত চাইছিল, তার আচমকা কী করে দাবি বদলে গেল, এইনিয়েই প্রশ্ন উঠেছে। আর এই জায়গাতেই শুভেন্দু এদিন বলেন, সংবাদমাধ্যমের খবর দেখানো এবং আমাদের প্রতিবাদে পুলিশ একটু নড়ে বসলেও এরা কিছু করবে না। আমরা পরামর্শ দিয়েছি, আপনারা সিবিআই তদন্ত করুন।আমরা আইনি সহায়তা দেব।'
অপরদিকে, এদিন শুভেন্দুর খাট থেকে পড়ে যাওয়া প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপির এক আদি নেতা এই ঘটনার পর বলেন, ' আসলে শুভেন্দুর সময়টা এখন ভালো যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার পর ভেবেছিলেন মুখ্যমন্ত্রী পদে বসবেন। সেই যে পড়লেন, তারপর সব জায়গা থেকেই পড়ে যাচ্ছেন শুভেন্দু। সম্প্রতি সিউড়িতে বিক্ষোভ কর্মসূচিতে গিয়ে পুলিশের ব্যারিকেড পড়ে পায়ে আঘাত পেয়েছিলেন। এখন আবার পড়ে গেলেন।'
আরও পড়ুন, অনুব্রত-র গাড়িতে লালবাতি কেন ? প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা বিজেপি নেতার