সংক্ষিপ্ত
- গ্রেফতার চাঁদুর হাইস্কুলের শিক্ষক
- গ্রেফতার করল সিআইডি
- শিক্ষকের গ্রেফতার ঘিরে আরামবাগ এলাকায় চাঞ্চল্য
- খড়গপুরে ভুয়ো কম্পিউটার সেন্টার খুলে প্রতারণা
প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার স্কুলের শিক্ষক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ এলাকায়। খড়গপুরে প্রতারণার অভিযোগে গ্রেফতার চাঁদুর হাই স্কুলের শিক্ষক শিশির দোলুই।
চাঁদুর হাইস্কুলের শিক্ষক শিশির দোলুইয়ের নামে এর আগেও ভুরি ভুরি প্রতারণার অভিযোগ জমা পড়ে আরামবাগ থানায়। এবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তাঁকে থানায় ডেকে পাঠানও হয়। এবার শিশির দোলুইকে সরাসরি গ্রেফতার করল সিআইডি।
অভিযোগ খড়গপুর শহরে ভুয়ো কম্পিউটার সেন্টার খুলেছিলেন শিশির দোলুই। চাকরি দেওয়ার নামে প্রচুর টাকা নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে খড়গপুর থানায় অভিযোগ জমা পড়ে। সেখান থেকেই আর্থিক প্রতারণার মামলাটি হাতে নেয় সিআইডি।
সিআইডি তদন্তে নেমে দেখে ওই ভুয়া কম্পিউটার সেন্টার টির আড়ালে চাকরি দেওয়ার নাম করে যে টাকা তোলা হত। এই সেন্টারের কিং পিন ছিল এই মাস্টারই । এরপর সিআইডি র একটি টিম আরামবাগ থানার সহযোগিতায় ওই মাস্টার কে গ্রেফতার করে নিয়ে যায়।