সংক্ষিপ্ত

খবর পেয়ে রবিবার সকালে দুই বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতদের নাম বাসনা পুরকাইত (৩৪) ও মানস সাউ(২৯)।

কোথাও প্রেমে প্রত্যাখ্যানের কারণে খুন(Murder due to refusal in love), তো আবার কোথাও অবৈধ সম্পর্কের জেরে হত্যা(Murder due to illicit relationship), এই ধরণের ঘটনার পরিমাণ গোটা বাংলাজুড়েই ক্রমেই বেড়ে চলেছে। এদিকে প্রতিবেশী এক বৌদির সঙ্গে অবিবাহিত দেওরের গড়ে উঠেছিল প্রেমের সম্পর্ক। কিন্তু সেই পরকীয়া সম্পর্কের কথা জানাজানি হতেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো প্রেমিক যুগল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার একতারা এলাকায়। খবর পেয়ে রবিবার সকালে দুই বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতদের নাম বাসনা পুরকাইত (৩৪) ও মানস সাউ(২৯)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, একতারা গ্রামের জ্বালানি পাড়ার বাসিন্দা পিনাকী মন্ডলের সঙ্গে গত বছর দশেক আগে বাসনার বিয়ে ছিল। এটি ছিল তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী। স্বামী ও সৎ ছেলে বাইরে থাকার সুযোগে প্রতিবেশী দেওর মানসের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বাসনা। মানস স্থানীয় রায়পাড়ায় পিশির বাড়িতে থাকলেও আসল বাড়ি সাগরের সাপখালিতে। এরমাঝেই শনিবার রাতে সৎ ছেলে সুদীপ পুরকাইতের হাতেনাতে ধরা পড়েন। এরপর ওই দিন রাতে যে মানস ও বাসনা দুজন যে যার বাড়িতে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। জোড়া আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- টেস্টে বাদ পড়তেই বিসিসিআই-র বিরুদ্ধে বিস্ফোরক ঋদ্ধি, তোপ রাহুল-সৌরভকে

ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, “আজ সকাল ৬টাল সময় যিনি মারা গিয়েছেন তার ছেলে বুবাই আমার বাড়িতে গিয়ে ডাকাডাকি করে। বলে যে আমার মা দরজা খুলছে না, তুমি একটু এসো। আমি গিয়ে দেখি দরজা দেওয়া। আমি অনেকক্ষণ থেকে ডাকাডাকি করি তারপর। অবশেষে কোনও সাড়াশব্দ না পেয়ে ভয় পেয়েই আমরা সিদ্ধান্ত নিই দরজাটা ভেঙে ফেলার। ভাঙার পরে দেখলাম খাটের উপরে থাকা সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তারপরই আমরা পুলিশে খবর দিলাম। কী কারণে মৃত্যু আমরা বিশেষ ভাবে জানিনা। তবে যা শুনলাম অবৈধ একটা সম্পর্ক একটা ছেলের সঙ্গে ছিল। সেই ছেলেটিও আত্মহত্যা করেছে। ওর বাড়ি সাগরে। এখানে পিসির বাড়ি থাকে। ছোটবেলা থেকেই এখানে থাকে সে। মাঝে কাজের কারনে অনেকদিন বাইরেও থেকেছে। যাতায়ত লেগে থাকত গ্রামে”।

আরও পড়ুন-মেটেনি রাস্তা-জলের সমস্যা, পুরুলিয়ায় ভোট বয়কটের ডাক একাধিক ওয়ার্ডে

আরও পড়ুন-তৃতীয় দফার ভোটে উত্তপ্ত উত্তরপ্রদেশ, যাদব ঘাঁটিতে জয় আনতে মরিয়া অখিলেশ