সংক্ষিপ্ত

  • শিলিগুড়িতে নাম না করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একহাত
  •  কী বললেন সিপি(আই)এম নেতা সূর্যকান্ত মিশ্র
  •  যারা যারা এখন নেতাজির কথা বলেন তারা দেশদ্রোহী
  •  আসলে এখন নেতাজিকে হাইজ্যাক করার কাজ চলছে
     

নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠানে শিলিগুড়িতে নাম না করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন সিপি(আই)এম নেতা সূর্যকান্ত মিশ্র। এদিন তিনি বলেন, যারা যারা এখন নেতাজির কথা বলেন তারা দেশদ্রোহী। আসলে এখন নেতাজিকে হাইজ্যাক করার কাজ চলছে। 

এদিন নেতাজীর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে সুভাষপল্লী এলাকায় বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। নেতাজির মূর্তিতে মাল্যদান করেন সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা। অন্যদিকে, এদিন আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতাও৷ 

মাল্যদান পর্ব শেষে সূর্যকান্ত বলেন, নেতাজি সম্পর্কিত তথ্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টির কাজ করছেন। অর্ন্তঃধান রহস্য নিয়ে অনেক কিছু বলা হলেও নতুন কোনও তথ্য পেশ সম্ভব হয়নি। রাজ্য ও কেন্দ্র একই সুরে চলছে। আসলে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী দুজনেই চিরাচরিত ঐতিহ্যের বিরোধী। কিন্তু এখন দুজনেই হাইজ্যাকের চেষ্টায়। তবে আমরা শুরু থেকেই এই দিনটি দেশপ্রেম দিবস হিসেবে পালন করে আসছি।