সংক্ষিপ্ত

বারাসাত ৩৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর মিলন সর্দার। শনিবার ভোররাতে কে বা কারা নিবেদিতা পল্লি ও আরদেবক এলাকার বিভিন্ন জায়গায় পোস্টারগুলি সাঁটিয়ে দিয়েছিল। একটি পোস্টারে লেখা, “নববর্ষের উপহার- কাটমানির সর্দার, আর নেই দরকার”। 

শনিবারই ছিল দলের প্রতিষ্ঠা দিবস (TMC Foundation Day)। আর সেই দিনই কাটমানি (Cut Money) পোস্টার (Poster) পড়ল তৃণমূল নেতার (TMC Leader) নামে। বারাসতের ৩৩ নম্বর ওয়ার্ড এলাকার কো-অর্ডিনেটর মিলন সরদারের নামে সেই পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, “নববর্ষের উপহার-কাটমানির সর্দার, আর নেই দরকার”। পাশাপাশি প্রকাশ্যে এসেছে তৃণমূল নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বও (TMC Inner Clash)। 

বারাসাতের ৩৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর মিলন সর্দার। শনিবার ভোররাতে কে বা কারা নিবেদিতা পল্লি ও আরদেবক এলাকার বিভিন্ন জায়গায় পোস্টারগুলি সাঁটিয়ে দিয়েছিল। একটি পোস্টারে লেখা, “নববর্ষের উপহার- কাটমানির সর্দার, আর নেই দরকার”। আরও পোস্টারে লেখা, "নববর্ষের উপহার- ৩৩ নম্বর ওয়ার্ডের বহু কুকীর্তির নায়ক মিলন সর্দার দূর হটো দূর হটো বারাসত পৌরসভাকে চুনকালি মাখানোর নায়ক মিলন সর্দার দূর হটো দূর হটো।" পাশাপাশি আরও একটি পোস্টার সাঁটানো হয়। যেখানে লেখা, "প্রকৃত ভারতীয় নাগরিককে বঞ্চিত করে বাংলাদেশী নাগরিক স্বপন হালদারের নামে কিভাবে সরকারি বাড়ি দেওয়া হল। ৩৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মিলন সর্দার জবাব দাও।" 

আরও পড়ুন- বাংলার পর মমতার নজরে দিল্লি জয়, জন্মদিনের আবহে ফিরে দেখা ‘দিদির’ রাজনৈতিক উত্থান

উল্লেখ্য, এর আগেও ৩৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর মিলন সর্দারের নামে কাটমানি পোস্টার পড়েছিল। এ বিষয়ে ওয়ার্ড কো-অর্ডিনেটর মিলন সর্দার বলেন, "হিংসার বশে এই কাজ। নিবেদিতা পল্লি ও আরদেবক এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে বেশ কিছু জনকে চিহ্নিত করা গিয়েছে। এ বিষয়ে দলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দল যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে।" এছাড়া এই কাজে বিরোধীদের যোগসাজোগ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কয়ড়া কদম্বগাছি এলাকা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কদম্বগাছি হাটখোলা এলাকায় বারাসত সংখ্যালঘু সেলের সভাপতি তৃণমূল নেতা মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠা দিবসের আয়োজন করা হয়েছিল। সেই সভায় কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের সদস্য নয়ন সর্দার দলবল নিয়ে এসে মাহফুজুর রহমানের কর্মী সমর্থকদের উপরে হামলা চালায় বলে অভিযোগ। কাঠ, লাঠি দিয়ে তাদের এলোপাথাড়ি মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শনিবার জেলায় জেলায় দলের সমর্থক, কর্মী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানাতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে(Mamata Banerjee)। এই প্রসঙ্গে সকালে একটি টুইটও করেন তিনি। লেখেন, “#TMCFoundationDay-তে আমি আমাদের সমস্ত কর্মী, সমর্থক এবং মা-মাটি-মানুষ(Ma-Mati-Manush) পরিবারের সদস্যদের আমার শুভেচ্ছা জানাই। আমাদের যাত্রা ১ জানুয়ারি, ১৯৯৮ সালে শুরু হয়েছিল। তারপর থেকে আমরা জনগণের সেবা এবং তাঁদের কল্যাণ নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।”