সংক্ষিপ্ত

  •  সরস্বতী ধ্যানেই আজ পূজিত হবেন নবদ্বীপের দক্ষিণা কালী  
  • শীতের সকালে চান করেই  শাড়ি আর পাঞ্জাবিতে তৈরি ক্ষুদেরা 
  • পঞ্চমী তিথিতে দক্ষিণাকালীকেই সরস্বতী ধ্যানে পুজো শুরু হয় 
  •  সেই থেকেই  এই দিনটায় সরস্বতী ধ্যানে পুজো হয়ে আসছে 

সারা বছর দক্ষিণা কালী রূপে পূজিত হলেও আজ সরস্বতী ধ্যানেই পূজিত হন নবদ্বীপের  গ্রাম্যদেবী পোড়ামা জননী। তাই আজকের দিনটায় নবদ্বীপবাসীর কাছে একেবারে অন্য়রূপে ধরা দেন  দক্ষিণা কালী। ইতিমধ্য়েই তাই অঞ্জলি দিতে পোড়ামা মন্দিরে  ভিড় উপচে পড়ছে।

আরও পড়ুন, মুকেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, শনিবারই হয়তো নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি

সারা বছর দক্ষিণা কালী রূপে পূজিত হলেও  শ্রীপঞ্চমী তিথিতে নীল সরস্বতী ধ্যানে পূজিত হন নবদ্বীপের গ্রাম্যদেবী বিদগ্ধ জননী মাপোড়ামা। তাই সকাল থেকে পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা অঞ্জলি দিতে পোড়ামা মন্দিরে ভিড় করেছেন। নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামা মন্দির প্রাঙ্গণে এক সময় বিদগ্ধ পন্ডিতরা সংস্কৃতচর্চা করতেন।শ্রীপঞ্চমী তিথিতে দক্ষিণাকালী কেই নীল সরস্বতী ধ্যানে পুজো শুরু করেছিলেন। সেই থেকেই  এই দিনটিতে সরস্বতী ধ্যানে পুজো হয়ে আসছে।

আরও পড়ুন, সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ, বাতিল হল সরস্বতী পুজোর একটানা পাঁচদিনের ছুটি

শীতে কাঁপতে কাঁপতে সকাল সকাল চান করেই হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে তৈরি ক্ষুদেরা। কলেজের ছাত্রছাত্রীদের অবশ্য অন্য দৃষ্টিভঙ্গি। প্রথম প্রেমটার সূচনা হয়তো আজ এই পূজোর দিনেই হবে। মা-কাকিমারা অবশ্য ব্যস্ত রান্না ঘরেই। খিচুড়ি-বেগুনি-ইলিশ মাছে আজ জমবে দিনটা। আজ বসন্তপঞ্চমী। বিদ্যাদেবীর আরাধনায় মেতেছে গোটা রাজ্য। অপরদিকে আজকের দিনে তো অনেকে আবার নিজের প্রেমিক বা প্রেমিকাকে উপহারও দিয়ে থাকেন। অনেকে আবার প্রোপোজ করার জন্যই আজকের দিনটা বেছে নেন।