সংক্ষিপ্ত
- ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ
- রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২
- ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে
- লকডাউনের মধ্য়েও ঘর থেকে বাইরে মানুষa
মিঠু সাহা, শিলিগুড়ি-শুক্রবার সকালে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। লকডাউনের জেরে ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কিছু কিছু জায়গার মানুষ ভূমিকম্পের তীব্রতা অনুভব করায় আতঙ্কিত হন।
জানাগেছে, এদিন সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গে। বেশ কয়েকটি জেলার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২।
সিকিম আঞ্চলিক আবহাওয়া দফতর সূত্রে জানাগেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভিতরে কম্পন অনুভূত হয়।
তবে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা অনেক কম থাকায় সেভাবে টের পাননি কিছু জায়গার মানুষ। সেকারনে শিলিগুড়ি শহরে ভূমিকম্পের আতঙ্ক দেখা যায়নি। কম্পনের মাত্রা কম থাকার কারনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও কারন নেই।